মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ছেলের, এলাকাজুড়ে শোকের ছায়া
Son's death by electrocution while trying to save his mother is a shadow of grief in the area

Truth Of Bengal: হুগলি ,রাকেশ চক্রবর্তী: রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে হুগলির পান্ডুয়ার খন্যান দক্ষিণপাড়া এলাকায়। মৃত অরিত্র ঘোষ(১৩) স্থানীয় স্কুলে অষ্টম শ্রেনীতে পড়ত।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হন কিশোরের মা। মাকে বিদ্যুৎপৃষ্ঠ হতে দেখে, বাঁচানোর জন্য ছুটে আসে সে। মাকে সরিয়ে দিয়ে বাঁচালেও পাশে ঝুলে থাকা একটি বিদ্যুতের তারকে ধরে ফেলে অরিত্র।তখনই বিদ্যুৎপৃষ্ট হয় সে।
তড়িঘড়ি বাড়ির লোক স্থানীয়দের সহযোগিতায় অরিত্রকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহ ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ।
এমন ঘটনায় শোকের ছায়া নামে পরিবার সহ গোটা এলাকায়।
প্রতিবেশি সুকুর আলি সরকার বলেন, কিশোরের মা মিটার বক্সে বিদ্যুৎপৃষ্ট হয়। ছেলে দেখে তাকে বাঁচাতে যায়। মাকে বাঁচিয়ে দিলেও ছেলেকে ধরে নেয়। কয়েক সেকেন্ডের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে পরে যায়। হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, বাড়িতেই বিদ্যুৎপৃষ্ট হয় ওই কিশোর। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়।