রাজ্যের খবর

বাংলাদেশে মহিষ পাচারের চেষ্টা! গ্রেফতার ১

Trying to smuggle buffalo in Bangladesh! Arrest 1

Truth Of Bengal: শিলিগুড়ি, বিশ্বজিৎ সরকার : ফের একবার বড়সড় সাফল্য পেল পুলিশ। বাংলাদেশে মহিষ পাচার রুখল বিধান নগর থানার পুলিশ। রবিবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিজলিমুনী এলাকায় অভিযান চালায় বিধান নগর থানার পুলিশ। এরপর সেখানে একটি কণ্টেনার আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ।

পুলিশ চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলেন তবে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেপ্তার করে। এবং মহিষগুলো খোয়ারে পাঠায়। ধৃতের নাম শামসুল হক (৩২)। ধৃত ব্যক্তি বিহারের কিশানগঞ্জ জেলার বাসিন্দা। বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কন্টেনার থেকে মোট ৩১টি মহিষ উদ্ধার হয়েছে।

উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে পাচার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। তবেই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি আরও জানা গিয়েছে অবৈধ গরু ও মহিষ পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা দলথে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত নেমেছে বিধান নগর থানার পুলিশ।

Related Articles