রাজ্যের খবর

চলন্ত গাড়ির উপর ভেঙ্গে পড়লো আস্ত গাছ, একটানা বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রামের জনজীবন

The whole tree fell on the moving vehicle, the public life of Jhargram was disturbed by the continuous rain

Truth Of Bengal: ঝাড়গ্রাম, দেবব্রত বাগ: প্রবল বৃষ্টির মধ্যেই ঝাড়গ্রাম শহরে চলন্ত গাড়ির উপর ভেঙ্গে পড়লো আস্ত গাছ। বন্ধ যান চলাচল। উল্লেখ্য নিম্নচাপের জেরে শনিবার ভোর রাত থেকে শুরু হয়েছে ঝাড়গ্রামে ভারী বৃষ্টি। ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলায় লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝাড়গ্রাম শহরের ৯ নম্বর রাজ্য সড়কের উপর চলন্ত পিকআপ ভ্যান গাড়ির উপর ভেঙ্গে পড়ল আস্ত বিশাল একটি গাছ। তবে অল্পের জন্য প্রানে বাঁচল গাড়ির চালক সহ গাড়ির মধ্যে থাকা সকলে।

ওই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের আধীকারিকরা। রাস্তার মাঝ বরাবর গাছ ভেঙ্গে পড়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ ঝাড়গ্রাম শহরের মূল রাস্তায়। আটকে পড়ে বহু যানবাহন। তবে প্রশাসনের তৎপরতায় তড়িঘড়ি গাছ কেটে সরিয়ে ফেলা হয়, স্বাভাবিক হয় যান চলাচল। অপরদিকে শনিবার ভোর থেকে ঝাড়গ্ৰাম জেলা জুড়ে শুরু হয়েছে অঝোরে বৃষ্টি।

বৃষ্টির জন্য জেলার সাঁকরাইল ব্লকের সোনাকুলি গ্রামে রাস্তার উপর ভেঙ্গে গেল আস্ত একটি গাছ। গাছ ভেঙ্গে পড়ায় দীর্ঘক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন ব্লকের রোহিনী ও কুলটিকরি বাজারের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে সরানোর ব্যবস্থা করেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ মথুর মাহাত। পাশাপাশি ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তবে তৎপর রয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। মাইকিং করে বিভিন্ন জায়গায় সতর্কতা করা হয়েছে সাধারণ মানুষকে। বৃষ্টির মধ্যে বাড়ি থেকে না বের হওয়ার জন্য আবেদন করা হয়েছে, পাশাপশি নদী তীরবর্তী এলাকার মানুষদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles