রাজ্যের খবর

পরিত্যাক্ত বাড়ি ভেঙে নতুন ঘর! এলাকাবাসীর সুবিধার্থে নয়া ভাবনা পঞ্চায়েত প্রধানের

Panchayat Pradhan's new idea for the convenience of local residents

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : পঞ্চায়েতে ঢোকার রাস্তার দু’পাশে রয়েছে প্রাচীন কংক্রিটের ঘর। এবার সেই ঘর গুলি ভেঙে ফেলে আরো উন্নয়ন করার চেষ্টা পঞ্চায়েতের। নদিয়ার হাঁসখালি গাজনা গ্রাম পঞ্চায়েতের ঢোকার সম্মুখে রয়েছে সারি সারি বেশ কিছু পুরোনো ঘর। বর্তমানে ঘরগুলি কোন কাজে ব্যবহার হয় না। পঞ্চায়েতের প্রধান সকলের সাথে আলোচনা করে এই ঘরগুলি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়ে নেন। সেই মতো শনিবার ভারী বৃষ্টিকে উপেক্ষা করেও ভেঙে ফেলার কাজ শুরু করে পঞ্চায়েত।

জানা যায়, এই স্থানে তৈরি করা হবে নতুন করে ঘর। যেখানে মানুষের বসার ব্যবস্থা এবং সাইকেল রাখার ব্যবস্থাও করা হবে। পঞ্চায়েতের বিভিন্ন কাজের জন্য দীর্ঘ সময় মানুষ দাঁড়িয়ে থাকেন। তাই সাধারণের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত। জানা যায়, গাজনা পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। পঞ্চায়েতের ভেতরের অংশের যে সমস্ত ঘরগুলি রয়েছে সেগুলি প্রায় উন্নয়নের শেষের দিকে। বাকি ছিল বাইরের বেশ কিছু পুরনো ঘর। ঘরগুলি নতুন করে সম্প্রসারণ করলেও তাতে লাভ হত না।

তাই আর্থিক ব্যয় হলেও ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত। যদিও পঞ্চায়েতের এই সিদ্ধান্তে অনেকটাই অস্বস্তি তৈরি হয়েছে বিজেপির অন্দরে। কারণ গাজনা গ্রাম পঞ্চায়েতে রয়েছে বিজেপি শক্ত ঘাঁটি। গত পঞ্চায়েত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করে পঞ্চায়েত দখল করে তৃণমূল, তারপর থেকেই পঞ্চায়েতের উন্নয়নমূলক একাধিক কাজ করতে গেলে বাধার মুখে পড়তে হয়। তবুও সব বাধাকে অতিক্রম করে একের পর এক উন্নয়ন করে চলেছে এই পঞ্চায়েত।

Related Articles