শিলিগুড়িতে আটক অবৈধ বালি পাথর বোঝাই ট্রাক্টর,গ্রেফতার ১
Illegal tractor loaded with sand and stones seized in Siliguri, 1 arrested

শিলিগুড়ি মহকুমার মুরালিগঞ্জ চেকপোস্ট থেকে অবৈধ বালি পাথর বোঝাই একটি ট্রাক্টর ও একটি ডাম্পার সহ একজনকে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার অবৈধ বালি পাথর নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করেছেন।
এতে মিলেছে সাফল্য যার কারণে অবৈধ বালি পাথর পাচার রুখতে সক্ষম হয়েছে প্রশাসন। শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেক পোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি বালি পাথর বোঝায় ট্রাক্টর আটক করে প্রথমে এবং চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। তবে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অবৈধ বালি পাথর বোঝাই ট্রাক্টরটি আটক করে এবং ট্রাক্টরের চালককে গ্রেপ্তার করে।
এরপরেই ফের অভিযান চালায় তবে পুলিশ দেখে ডাম্পার রেখে চম্পট দেয় ডাম্পারের চালক। বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ বালি পাথরের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এই ঘটনায় একটি অবৈধ বালি পাথর বোঝায় ট্রাক্টর ও ডাম্পার আটক করা হয়েছে। এবং ট্রাকটারে চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মিনারেল আহমেদ। এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।