নদী-পাহাড়-জঙ্গলের মেলবন্ধন, আসুন উত্তরবঙ্গের অজানা বন সাচাফো
A combination of rivers-hills-forests, come to Sachapho, the unknown forest of North Bengal

Truth Of Bengal : বৃষ্টিতে পাহাড়ের সৌন্দর্য অতুলনীয়। পাহাড়ের এই সৌন্দর্যের সব টুকু নির্যাস উপভোগ করতে চাইলে পৌঁছে যেতে হবে মেঘেদের ঠিকানায়। আচ্ছা একবার ভাবুন তো, আপনি বসে আছেন পাহাড়ি নদীর ধারে, মাঝে মধ্যে এই নদীর জল পাথরে ধাক্কা খাচ্ছে আর সেই সময় আপনার চোখে মুখে ছিটে আসছে এই পাহাড়ি নদীর শীতল জল। পাশ দিয়ে বয়ে চলেছে শীতল হাওয়া। আর চুপ করে সেই জলে পা ডুবিয়ে আপনি নিজের পছন্দের গান শুনছেন হেডফোনে। একেবারে রোম্যান্টিক মুড যাকে বলে। এমন দৃশ্য কেবল সিনেমার পর্দায় ধরা দেয় না, ধরা দেয় বাস্তব জীবনেও।
আপনিও যদি এই উপলব্ধি বাস্তবে পেতে চান তাহলে ব্যাগ প্যাক করুন আর ঘুরে আসুন আলিপুরদুয়ারের আরও এক অজানা ঠিকানা যার নাম সাচাফো বন। আলিপুরদুয়ার মানেই সেখানে জঙ্গল, নদী, আর পাহাড়ের সমাহার। এর অন্যথা নয় সাচাফো বনও। এখানেও রয়েছে নদী, পাহাড় আর জঙ্গল। যে জঙ্গলের ভিতর গাছের প্রতিটি ডালে ধরা দেয় নানা অজানা পাখি। সেই সব পাখিদের ডাক শুনে মনে হবে যেন তারা আপনাদের সঙ্গে গল্প করতে চাইছে, নতুন করে আলাপ করতে চাইছে। ওই যে দূরে আবছা হয়ে রয়েছে ভুটান পাহাড়। পাহাড়ের চূড়া গুলি মেঘে ঢাকা, অনেক সময় সেই মেঘ ভেসে যাবে একদম আপনার গা ঘেঁষে। এই অনুভূতি একবার পেলে তা চিরস্মরণীয় হয়ে থাকবে আপনার জীবনে। জঙ্গলে ঘেরা পাহাড়ের অলিগলি পথ ধরে এগোতেও মন্দ লাগবেনা।
বরং সবুজের ঘেরাটোপে এই পাহাড়ি পথ ধরে এগোতে গিয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হবেন আপনি। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রয়েছে ট্রেক করার ব্যবস্থাও। উত্তরবঙ্গের যেখানেই যাবেন পেয়ে যাবেন সুস্বাদু মোমো। হাতে গরম গরম মোমো নিয়ে পাহাড়ের কোন এক ঢালে বসে অফুরন্ত প্রাকৃতিক শোভা মন ভরে উপভোগ করা। চাইলে এই নদীর ধারে তাঁবু খাটিয়েও থেকে যেতে পারেন রাত টুকু।
রাত্রে আশপাশ থেকে চিকেন এনে নিজেই কাঠের চুল্লিতে বানিয়ে ফেলুন বার্বিকিউ কাবাব, কি জিভে জল আসছে তো, এই অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইলে সামনে ছুটি পেলে হাওয়া বদল করার জন্য বেঁছে নিন উত্তরবঙ্গের কোলে লুকিয়ে থাকা আরও এক অচেনা ও প্রকৃতির মায়াবী পরিবেশে ভরা সাচাফো বন। কিভাবে যাবেন? ট্রেনে করে পৌঁছে যেতে হবে আলিপুরদুয়ার। সেখান থেকে গাড়ি ভাড়া করে বাঁকি পথটুকু পৌঁছতে হবে।