বিনোদন

অবশেষে মেয়ে ইয়ালিনির মুখ প্রকাশ্যে আনলেন শুভশ্রী, শুভেচ্ছায় ভরিয়েছে অনুরাগীরা

Subhasree revealed the face of her daughter Yalini

Truth Of Bengal: স্টার কিডদের নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বারাবরের। সেটা বলিউড হোক বা টলিউড। এক্ষেত্রে ব্যাতির্কম নয় রাজ – শুভশ্রীর ছেলেমেয়ে। জন্মের পর থেকে বরাবরই লাইমলাইটে রয়েছে রাজ – শুভশ্রীর সন্তানরা। বড়ছেলে ইউভানের নানা মজার কান্ডে মজে থাকেন অনুরাগীরা। তবে জন্মের পর থেকে মেয়ে ইয়ালিনির মুখ প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। অনুরাগীদের এই অপেক্ষার অবসান। অবশেষে মেয়ে ইয়ালিনির মুখ প্রকাশ্যে আনলেন শুভশ্রী।

ছেলে ইউভানের জন্মদিনের বিশেষ দিনকে বেছে নিলেন অভিনেত্রী। বুধবার শুভশ্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনির কিছু মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ছোট্ট ইয়ালিনির বয়স এখন দশ মাস। সে নিজের পায়ে দাঁড়াতেও শিখে গিয়েছে। দাদা ইউভানের সঙ্গে যে তার দারুণ বন্ধুত্ব, তা ছবি দেখে বোঝা গিয়েছে। ছেলের জন্মদিনে মেয়ে ইয়ালিনির হয়ে দাদা ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। ছবি দেখেই একরত্তিদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন টলিপাড়ার তারকারা।

প্রসঙ্গত, কিছুদিন আগে মেয়েকে নিয়ে একটি ফটোশুট করেছিলেন শুভশ্রী। সেখানে একরত্তিকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন অভিনেত্রী। তবে তখনও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি। বর্তমানে দুই ছেলেমেয়েকে নিয়ে সুখের সংসার রাজ–শুভশ্রীর। পাশাপাশি চুটিয়ে কাজ করছেন তারকা দম্পতি।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে তারকা দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান। মেয়ের নাম রাখেন ইয়ালিনি। যা কিনা দেবী সরস্বতীর আরেক নাম। মেয়ের জন্মের পর কাজ থামিয়ে দেননি অভিনেত্রী। দুই মাস পরে ‘বাবলি’ ছবির শুটিং-এর জন্য উত্তরবঙ্গে যান অভিনেত্রী। বুদ্ধদেব গুহের উপন্যাস ‘বাবলি’নিয়ে ছবি তৈরি করেছেন রাজ চক্রবর্তী। ছবিতে শুভশ্রী বিপরীতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়।

Related Articles