খেলা

শ্রেয়সের বাদ পড়ায় শুরু নানান জল্পনা

Various speculations started due to the exclusion of Shreyas

Truth of Bengal: আর দিন কয়েকের মধ্যে বাংলাদেশের বিপক্ষে টেস্টে খেলতে নামছে ভারত। ১৬ দলের স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ। দুর্ঘটনার ২১ মাস পর এই প্রথমবার তিনি টেস্টে খেলতে নামছেন।  ১৯ সেপ্টেম্বর প্ৰথম টেস্ট শুরু হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামে।

বাংলাদেশের বিপক্ষে এই টেস্টে সুযোগ হয়নি কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স  আইয়ারের। ওয়ানডেতে শ্রেয়স আইয়ার ভালো ফর্মে রয়েছেন। এমনকি তিনি দলীপ ট্রফিতে হাফসেঞ্চুরি করে টিম ম্যানেজমেন্টকে বাংলাদেশ সিরিজের আগে বার্তাও দিয়েছিলেন।

তবে টেস্টে শ্রেয়সের ধারাবাহিকতার অভাব রয়েছে। সেকারণেই এবার দলের বাইরে বলে মনে করা হচ্ছে। এমনকি চলতি বছরে ইংল্যান্ড আর সিরিজের সময় তার পারফরম্যান্স ঠিকঠাক না হওয়ার কারণে বাদ পড়তে হয়েছিল তাকে। মাঝে শ্রেয়স আইআরকে নিয়ে চলেছে নানান রকম টানা পোড়েন ।রঞ্জিতে খেললেও সেভাবে তিনি প্রভাব ফেলার মত পারফরম্যান্স করতে পারেননি। তাছাড়াও বুচিবাবু টুর্নামেন্ট, এবং দলীপ ট্রফিতেও ভালো পারফর্ম করতে পারেননি।

শ্রেয়স আইয়ারের এই টেস্ট দল থেকে বাদ পড়ার পর আকাশ চোপড়া তাকে নিয়ে মন্তব্য করেন। বলেন, শেষবার আমরা যখন বাংলাদেশে বাংলাদেশকে টেস্টে হারিয়েছিল টেস্ট দল তখন সেই সিরিজের শেষ ম্যাচে দারুণ পারফর্ম করেছিল শ্রেয়স। তাঁর ইনিংসে ভর করেই সেবার জিতেছিল টিম ইন্ডিয়া। সেই শ্রেয়সই উপেক্ষিত।

সমর্থকদের কাছে সব থেকে আশ্চর্যের বিষয় হলো দলীপের প্রথম ম্যাচে দুরন্ত ব্যাটিংয়ের পরেও ব্রাত্যই থেকে গিয়েছেন শ্রেয়স। সূত্র মারফত জানা খবর, শামি চোট সারিয়ে উঠলেও এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। অপরদিকে ২০২৪ সালে জাতীয় দলের হয়ে ব্যাট হাতে সেভাবে সফলও নন শ্রেয়স। তাই তাঁকে ছাড়াই খেলতে নামবে বাকি টিম।

Related Articles