রাজ্যের খবর

বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, ভাসতে পারে এই জেলাগুলি

These districts can float in the sky of Bengal disaster

Truth Of Bengal, Saif Khan : বাংলার আকাশে আবার নিম্নচাপের ঘনঘটা। বিশ্বকর্মা পুজোর আগে আরো একবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে মেঘলা থাকবে আকাশ। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতেও।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে ছত্রিশগড়ে রয়েছে গভীর নিম্নচাপ। শক্তি হারিয়ে মধ্যপ্রদেশে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে আজই। মধ্যপ্রদেশের নিম্নচাপটি রাউরকেল্লা এবং দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। এই নিম্নচাপের প্রভাবে বুধবার রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ পরগনা ও হুগলিতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান জেলাগুলির মত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার শুধুমাত্র দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ কৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। নিচের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শনিবারেও। আগামী ২৪ ঘন্টায় মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরে।

Related Articles