রাজ্যের খবর
১২ সেপ্টেম্বর নবান্নে সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সুপারদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর
Chief Minister's important meeting on September 12 at Navanna Assembly Hall

Truth Of Bengal : আগামী ১২ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সুপারদের নিয়ে বৈঠক করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে এই বৈঠক হবে বলে জানা গেছে। এই বৈঠকে রাজ্যের সব মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল, সুপারদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও উপস্থিত থাকতে হবে জেলাশাসক, পুলিশ সুপার ও সিপি পদমর্যাদার আধিকারিকদের। পাশাপাশি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদেরও বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১২ সেপ্টেম্বর নবান্নে সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সুপারদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর#truthofbengal pic.twitter.com/YUQPgkWHaI
— TOB DIGITAL (@DigitalTob) September 10, 2024
- ১২ তারিখ গুরুত্বপূর্ণ বৈঠক
- নবান্ন সভাঘরে ১২ তারিখ দুপুরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
- বৈঠকে থাকতে হবে জেলাশাসক, পুলিশ সুপার ও সিপিদের
- সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপালদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ
- জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিকদেরও বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ
- আরজি কর আবহে নবান্নে ১২তারিখ গুরুত্বপূর্ণ বৈঠক