দেশ

পুলিশের সামনেই মদের বোতল হাতে পালান আমজনতা

In front of the police, people ran away with bottles of alcohol

Truth of Bengal: অন্ধ্রপ্রদেশের গুন্টুরে পুলিশের সামনেই চলল মদের বোতল লুটপাট। পুলিশি বাধাকে কার্যত উপেক্ষা  করেই আমজনতা মদের বোতল চুরি করে পালায়। দেশে সাধারণ নির্বাচনের সময় পুলিশ লক্ষাধিক টাকার মদ বাজেয়াপ্ত করেছিল। এসপির নির্দেশে সেই মদের বোতল নষ্ট করার কথা বলা হয়। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময় পুলিশ প্রায় ৫০ লক্ষ টাকার মদ বাজেয়াপ্ত করেছিল।

পুলিশ মদের বোতলগুলো স্টোররুমে রেখেছিল। এরপর থেকে মদের বোতল নষ্ট  করার ব্যবস্থা নেওয়ার কথা ছিল। এসপি সতীশ কুমার নির্দেশ জারি করেন এবং মদের বোতল ধ্বংস করার ব্যবস্থা করতে বলেন। এক জায়গায় সব জায়গায় মদের বোতল গুলো জড়ো করার পরেই আম জনতা মদ প্রীতি উপচে পড়ে। মদের বোতল লুট করার সময় কেউ একজন ভিডিও রেকর্ডও করেছে। ভিডিওটি ভাইরাল হচ্ছে।

ভিডিওতে দেখা যায় ধ্বংসের জন্য মদের বোতল মাটিতে রাখা হলেও লোকজন বোতলগুলো তুলে নিয়ে যাচ্ছে। কিছু পুলিশ লোকজনকে বোতল ফিরিয়ে দিতে বলছে এবং সংঘর্ষও হচ্ছে কিন্তু তা সত্ত্বেও লুটপাট অব্যাহত রয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ফিরলেও ছিলেন স্থানীয় পুলিশ কর্মীরা। তাদের সামনেই স্থানীয় লোকজন তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Related Articles