খেলা

কোচের সঙ্গে হওয়া হাস্যকর কথা তুলে ধরলেন নভদীপ

Navdeep brought up the funny things that happened with the coach

Truth Of Bengal: প্যারিস প্যারালিম্পিক্স শেষ। প্রতিযোগিরা  দেশের জন্য পদক জয়লাভ করার চেষ্টা করেছেন।  চেষ্টা করেছেন নভদীপ সিং। এই জ্যাভলিন তারকা এবার প্যারিস প্যারালিম্পিক্স থেকে নিজের দক্ষতায় সোনা জয়লাভ করেছেন।

তবে প্রথমে তিনি কত মিটার পর্যন্ত তার জ্যাভলিন ছুড়েছেন তা বুঝতে না পেরে কোচের কাছে যখন জিজ্ঞাসা করেন কত মিটার পর্যন্ত জ্যাভলিন ছুঁড়লেন তিনি, সেই প্রশ্নের উত্তরে কোচ জানান ৪৭.৩২ মিটার পর্যন্ত । যখন তিনি বিশ্বাস করতে পারছেন না। যখন তিনি বলছেন যে কোচ মিথ্যে বলছেন সেই মুহূর্তে তার কোচ জানান ” খাও মা কসম “। আর এই গল্প নভদীপ পরে বলেন। যায়কি মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আর এই গল্প করতে গিয়ে নভদীপ রীতিমতো হেসে উঠেন।

এবার প্যারালিম্পিক্সে ভারত থেকে যারা পদক জিতেছেন তাদের মধ্যে অন্যতম নভদীপ । শারীরিকভাবে পেরে না উঠলেও মানসিক লড়াইয়ে নভদীপ অনেকের থেকে এগিয়ে। তার লড়াইটা ঘরে বাইরে। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি প্রমাণ করেছেন যে কোন প্রতিবন্ধকতাই চূড়ান্ত নয়। প্রতিবন্ধকতা কে কাটিয়ে পদক জয়লাভ করা সম্ভব তা প্রমাণ করেছেন তিনি।