রাজ্যের খবর

নদিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত ১ শ্মশান যাত্রী, আহত আরও ৪

1 cremation passenger killed, 4 others injured in road accident in Nadia

Truth Of Bengal: নদিয়া, মাধব দেবনাথ: নদিয়ার ফুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্মশান যাত্রীর। গতকাল গভীর রাতে নদিয়ার শিমুরালি চান্দুরিয়া এলাকা থেকে মৃত দেহ সৎকার করতে নবদ্বীপ গিয়েছিলেন বেশকিছু মানুষ। রাতে সৎকার্য সম্পন্ন করে  বাড়ি ফেরার পথে নদিয়ার ফুলিয়া ১২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে আসতেই পেছন থেকে একটি বাঁশ বোঝাই লড়ি ওই শ্মশান যাত্রীদের গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই ওই শ্মশান যাত্রীদের মধ্যে গোপাল সিকদার নামে ৩৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শী দের মতে, ওই বাঁশ বোঝাই লরির ধাক্কাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনায় আরও ৪ জন গুরুতর ভাবে জখম হয়েছে। গুরুতর জখম হয়েছেন, সুজয় হালদার, গোবিন্দ বাঁচার , অজয় মল্লিক, রবি হালদার নামে ৪ ব্যক্তি। তাঁদের প্রথমে শান্তিপুর হাসপাতল পড়ে তাঁদের কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ঘাতক গাড়ি চালক এবং খালাসি পলাতক। দুর্ঘটনা গ্রস্থ গাড়ি এবং ঘাতক গাড়ি দুটিকেই আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘাতক গাড়ির ড্রাইভার এবং খালাসির খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles