দীঘা স্টেট জেনারেল হাসপাতালে “RAMP” এর শুভ উদ্বোধনে জেলা শাসক
District Magistrate at the auspicious inauguration of "RAMP" at Digha State General Hospital

Truth Of Bengal : দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নবনির্মিত “RAMP” এর শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাজি। সেই সঙ্গে তিনি গোটা হাসপাতাল পরিদর্শন করেন। রোগীদের সুবিধা ও অসুবিধার সম্পর্কে খোঁজ খবর নেন। আগামী কয়েক মাসে হাসপাতালে রোগী পরিষেবার ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে বলে অনুমান সকলের। ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্পের কাজ শুরু হয়েছে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে।
পূর্ব মেদিনীপুর জেলার দীঘা রাজ্য সাধারণ হাসপাতাল পরিদর্শনে এসে জেলাশাসক পূর্ণেন্দু মাজি হাসপাতালে রোগীদের সঙ্গে যেমন কথা বললেন তাদের অভাব অভিযোগ শুনলেন। সেই সঙ্গে হাসপাতালের বাথরুমের ব্যবস্থা নিয়ে সুপারকে যেমন সতর্ক করলেন তেমনি, হাসপাতালে দ্রুততার সঙ্গে মহিলা বিভাগে এসি লাগানো ও এক্সরে মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দিলেন।
দীঘায় পর্যটকদের জন্য ও স্থানীয় মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে দীঘা স্টেট জেনারেল হাসপাতাল। উপকূলবর্তী মানুষজনের কাছে চিকিৎসার জন্য বড় ভরসা এই দীঘা স্টেট জেনারেল হাসপাতাল। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এই হাসপাতালের অবস্থা আরো উন্নতি হোক। সব পরিকাঠামো ও চিকিৎসার সুবিধা যেন পায় মানুষ। দীঘা স্টেট জেনারেল হাসপাতালকে পরিকাঠামগতভাবে উন্নয়ন করার জন্য একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে।