
Truth Of Bengal: ফুটবল বিশ্বে মহা কীর্তি গড়ে ফেললেন রোনাল্ডো। ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে রেকর্ড ৯০০ গোলের মালিক হলেন পর্তুগিজ মহতারকা। ক্রোয়েশিয়ার বিরোধী নেশনস লীগের ম্যাচে পর্তুগালের জার্সিতে খেলতে নেমেছিলেন রোনাল্ডো সেখানে দলের দ্বিতীয় গোলটা করেন তিনি। আর সেইসঙ্গে ৯০০ গোলের মালিক হয়ে যান। তিনি বারবার প্রমাণ করেছেন সর্বকালের মধ্যে অনন্য রোনাল্ডো। আর এই রেকর্ডের পর তিনি জানিয়েছেন রেকর্ডের পিছনে তিনি ছোটেন না, রেকর্ড তার পেছনে ছোটে।
এই গোলের পর রোনাল্ডোর দল ২-১ গোলে জিতেছে। গোলের পর তিনি বলেন আমার কাছে এই গোলটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল অনেকদিন ধরে এই মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় করছিলেন। তিনি জানতেন খেলা চালিয়ে গেলে খুব স্বাভাবিকভাবেই মাইল ফলকে পৌঁছাতে পারবেন। রোনাল্ডো দেশের জার্সিতে ছাড়াও খেলেছেন স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের হয়ে। আর এখন তিনি রয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরের। সব দল মিলিয়ে ৯০০ গোল রোনাল্ডোর ঝুলিতে। আগে যখন ৮৯৯ কল করেছিলেন রোনালদো সেই সময় তিনি জানিয়েছিলেন হাজারগুণ করা তার লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন ফুটবল তারকা।
এসবের মাঝেও রোনাল্ডোর অবসরের বিষয়ে নানান রকম প্রশ্ন উঠে আসছে। সাম্প্রতিক সময়ে নিজের অবসরের বিষয়ে ফের তিনি মুখ খুলেছেন, এবং তিনি জানিয়েছেন, আল নাসেরের জার্সিতেই তিনি অবসর নেবেন। ৩৯ বছর বয়সী রোনাল্ডোর কথায় , তিনি যখন জাতীয় দল থেকে অবসর নেবেন , তখন কাউকে আগে থেকে কিছু জানাবেন না। তার দিক থেকে সিদ্ধান্তটা হবে সাবলীল। তবে খুব ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত হবে তার ক্ষেত্রে।