গাড়ি চালিয়ে সোজা রাত জাগোর মিছিলে মদ্যপ চালক, অল্পের জন্য রক্ষা
Drunk driver in night wake procession by driving, narrowly escapes

Truth Of Bengal: বুধবার রাতে বহু জায়গায় রাত জাগো কর্মসূচী হয়। যার মধ্যে হুগলীর উত্তরপাড়াও। মিছিল শেষে প্রতিবাদীদের ভিড়ে ঢুকে পড়ল চার চাকা গাড়ি, অল্পের জন্য বড় দূর্ঘটনা থেকে রক্ষা। গাড়ি চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। আটক গাড়ি চালক।
উত্তরপাড়া গৌরী সিনেমার সামনে প্রতিবাদ মিছিল সবে শেষ হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীরা বাড়ির পথ ধরছেন। এমন সময় বেপরোয়া গতিতে একটি চার চাকা গাড়ি বালির দিক থেকে এসে ঢুকে পড়ে। কেউ আহত না হলেও বড় দূর্ঘটনা ঘটতে পারত। রাত জাগোর মিছিলে থাকা অমিত রায় বলেন, যে গতিতে গাড়িটি এসে পড়েছিল তাতে কয়েকজন আহত হতে পারত। আমরা চালককে ধরে পুলিশে দিয়েছি।
গাড়িটিতে রাজস্থানের জয়পুরের এক ব্যাক্তি ছিলেন। তাঁর নাম দ্বরকা প্রসাদ বিজে। তিনি জানান, রিষড়া থেকে ট্রেন ধরতে গিয়েছিলেন হাওড়া। কিন্তু ট্রেন চলে যাওয়ায় আবার রিষড়া ফিরছিলেন। রাস্তায় মিছিল থাকায় গাড়ি আটকে পড়ে। তিনি চালককে বলেছিলেন সাবধানে চালাতে। কিন্তু চালক যে মদ্যপ ছিল তা তিনি জানতেন না।