শুধু ধনী অভিনেতাই নন, সবথেকে বেশি করদাতা তারকার তালিকায়ও শীর্ষে বলিউড বাদশা
Not only the richest actor, the Bollywood king also tops the list of highest paying stars

Truth Of Bengal: সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ খানের নাম ছিল সবার শীর্ষে। এবার সবচেয়ে বেশি কর দেওয়ার তালিকায় এগিয়ে থাকলেন কিং খান। সম্প্রতি ফরচুন ইন্ডিয়ার সর্বোচ্চ কর প্রদানকারী ভারতীয় তারকাদের তালিকা প্রকাশ পেয়েছে যেখানে ক্রীড়া এবং বিনোদন জগতের তারকাদের নাম সামনে আসছে। আর সেই তারকাদের নামের তালিকাতেও কিং খানের নাম প্রথমেই জায়গা পেয়েছে।
এরপর আছে সালমান খান, অমিতাভ বচ্চন এবং বিরাট কোহলির নাম। ২০২৩ সালে কিং খান দর্শকদের পাঠান, জওয়ান এবং ডানকির মতো একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। সেইসময় বক্স অফিসে তাঁর আয়ের পরিনাণ ২০০০ কোটি টাকা। তবে বর্তমানে বলিউড অভিনেতা শাহরুখ খান ৯২ কোটি টাকা কর দিয়ে আবারো শীর্ষে পৌঁছে গেলেন।দক্ষিণের সুপারস্টার তালপতি বিজয় কর প্রদানের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন, যিনি ৪০ কোটি টাকা কর দিয়েছেন।
তিন নম্বরে রয়েছেন সুপারস্টার সালমান খান, যিনি কর দিয়েছেন প্রায় ৭৫ কোটি। এরপরে চতুর্থ স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন, যিনি কর দিয়েছেন ৭১ কোটি টাকা। এরপরে পাঁচ নম্বরে রয়েছেন ক্রীড়া শিল্পের বিরাট কোহলি, যিনি ৬৬ কোটি টাকা কর দিয়েছেন। এছাড়াও তালিকায় রয়েছে ক্রিড়া জগতের মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার অজয় দেবগন, রণবীর কাপুর, হৃতিক রোশন, কপিল শর্মা।