রহস্যজনক খুনের কিনারা করতে প্রস্তুত করিনা, প্রকাশ্যে এল ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর ট্রেলার
The trailer of 'The Buckingham Murders' has been released to prepare for the mysterious murders

Truth Of Bengal: আরও একবার থ্রিলারে কারিনা কাপুর। শীঘ্রই আসতে চলেছে কারিনা কাপুরের ক্রাইম থ্রিলার ‘বাকিংহাম মার্ডারস’। টানটান রহস্য, রোমাঞ্চ নিয়ে আসছে হংসল মেহতার বাকিংহাম মার্ডারস। মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউডের বেবোকে। আগেই মুক্তি পেয়েছে ছবিতে করিনা কাপুরের প্রথম লুক, ছবির প্রথম পোস্টার এবং ছবির টিজার। এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলারও। ছবির ট্রেলার ফুটে উঠেছে ছবিতে যে মানসিক অশান্তি এবং পরিচালক হানশাল মেহতার পরিচালনার বর্ণনার একাধিক ইঙ্গিত উঠে এসেছে।
ট্রেলারে উঠে এসেছে ছবিতে করিনার চরিত্রের নাম জসমিত ভামরা ৷ একদিকে যেমন তিনি একজন মা আবার অন্যদিকে তেমনই একজন গোয়েন্দা৷ বাকিংহাম শহরে এক মৃত্যুর রহস্য কিনারা করতে ময়দানে নামবেন করিনা ৷ সন্তান হারানোর পর কীভাবে করিনা সত্য সন্ধানে পুলিশের সঙ্গে কাজ শুরু করেন তাই ফুটে উঠেছে ঝলকে ৷ ছবিতে নিজের চরিত্র সম্পর্কে করিনা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি প্রথমবার একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ৷ আমি ক্রাইম-ড্রামা ভীষণ ভালোবাসি ৷ আমি আমার কেরিয়ারে অন্যতম একটা চরিত্রে কাজ করতে পারলাম ৷” করিনা আরও বলেন, “আমি অপেক্ষায় রয়েছি এই ছবি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য ৷ কারণ এটা ৮০ শতাংশ ইংরাজিতে ও ২০ শতাংশ হিন্দিতে ৷ আশা করছি এই ছবি দর্শকদের ভালো লাগবে ৷”
এই ছবির মাধ্যমেই প্রথমবার প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেছেন করিনা কাপুর খান৷ তাছাড়াও কোনও থ্রিলার ছবিতে প্রথমবারের জন্য গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘বেবো’-কে। আগামী ১৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ক্রাইম থ্রিলার ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। গত বছরই জিও মামি ফেস্টিভ্যালে হনশল মেহতা পরিচালিত এই ছবি দেখানো হয়েছিল ৷ সেখানে উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয় দ্য বাকিংহাম মার্ডার্স ৷ পাশাপাশি এই বছরের শুরুতেই বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ারের পর একটি স্ট্যান্ডিং ওভেশনও পায়।