কৌশিকী অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে তারাপীঠ মন্দিরে
A special puja is organized in the Tarapeeth temple on Kaushik Amavasya

Truth of Bengal: কৌশিকী অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে তারাপীঠ মন্দিরে। এখানে হাজির হবেন রাতের বিভিন্ন প্রান্তে লাখো লাখো ভক্তরা। সকলে যাতে সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন সেজন্য তৎপর প্রশাসন। কড়া নিরাপত্তা চাদরে তারাপীঠ মন্দিরকে মুড়ে ফেলা হচ্ছে। বীরভূমের তারাপীঠ সিদ্ধপীঠে সারা বছর ভক্তদের ভিড় লেগে থাকলেও কৌশিকী অমাবস্যা বা বিশেষ তিথিতে বহুভক্ত সমাগম হয়।
রাত পোহালে কৌশিকী অমাবস্যার বিশেষ পুজো দিতে তারাপীঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তরা ছুটে যাবেন। তার আগে কোনরকম যাতে কোন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, কৌশিকী অমাবস্যায় আঁটোসাটো নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গোটা।
অতিরিক্ত ২০০ সিসি ক্যামেরা,মহিলা তীর্থযাত্রীদের জন্য থাকবে উইমেন্স টিম। আগের দিন বিকেলে থেকেই অটো ও ট্রেকার বাদে অন্যান্য যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। সব মিলিয়ে কড়া নিরাপত্তা থাকছে তারাপীঠ মন্দির চত্বরে। অন্যান্য জেলার পুলিস মিলিয়ে ১৮০০ ফোর্স মোতায়েন থাকবে। যা গতবারের থেকে বেশি। থাকবে অ্যান্টি ক্রাইম টিম। বিভিন্ন রাস্তা মিলিয়ে ২৭টি ড্রপ গেট করা হয়েছে।
এবার কৌশিকী তিথি উপলক্ষ্যে অতিরিক্ত আরও ২০০টি সিসি ক্যামেরা ও ন’টি ওয়াচ টাওয়ার এবং একাধিক ড্রোন ক্যামেরা উড়িয়ে গোটা তারাপীঠে নজরদারি চালানো হবে। যারা স্কুটি চালিয়ে তারাপীঠ চক্কর দেবে। এবার ভীড়ের মধ্যে চুরি রুখতে পর্যটকদের ভিড়ে মিশে থাকবে সাদা পোশাকের পুলিস। থাকবে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।