রাজ্যের খবর

সোমবার থেকে শুরু বিশেষ বিধানসভার অধিবেশন, ধর্ষণ রোধে আইন আনতে পেশ হবে বিল

A bill to introduce a law to prevent rape will be introduced in the special assembly session starting from Monday

Truth Of Bengal: ধর্ষণ রোধে প্রমাণিত অভিযুক্তর সর্বোচ্চ শাস্তির আইন বলবৎ করতে চাইছে রাজ্য সরকার। ‌ সেই কারণে রাজ্য বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশন বসবে আগামী সোমবার ২রা সেপ্টেম্বর। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কড়া আইন আনার কথা।

বুধবার নবান্নতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি সবুজ সংকেত পায়। সেই বিল আগামী মঙ্গলবার পেশ করা হবে। ঐদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। সোমবার দুপুর দুটোয় রাজ্য বিধানসভার অধিবেশন বসবে। ‌ তবে সেই দিন শোক প্রস্তাব হয়ে শেষ হয়ে যাবে অধিবেশন। ‌পরদিন অর্থাৎ সেপ্টেম্বর মাসের ৩ তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় অধিবেশন শুরু হবে বলেই বিধানসভা সূত্রের খবর।

ঐদিন বিধানসভা অধিবেশনে পেশ করা হবে ধর্ষণ রোধে কড়া আইন প্রণয়নের বিল। ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে আইনের খসড়া তৈরীর জন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন মুখ্য সচিব, অর্থ সচিবকে। দায়িত্বে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং মলয় ঘটক। অধিবেশনের প্রথম দিন বিএ কমিটির মিটিং হবে। প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে একটি রেজিউলিশন আনার কথা আছে বলেই সূত্রের খবর। মঙ্গলবার ধর্ষণ ও নারী নির্যাতন রোধে কড়া আইন পেশ করা হবে বিধানসভার অধিবেশনে। হবে আলোচনা। ‌ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিরোধীদল কেউ জানানো হয়েছে বলেই বিধানসভার সূত্রের খবর।

Related Articles