কলকাতারাজ্যের খবর

নবান্ন অভিযানে অশান্তি! ছবি পোস্ট করে সন্ধান চাইল কলকাতা পুলিশ

Navanna campaign unrest! Calcutta police wanted to search by posting pictures

Truth Of Bengal: ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ নবান্ন অভিযান ঘিরে তুলকাল পরিস্থিতির সৃষ্টি হয়।পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে আন্দোলনকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে আন্দোলনকারীরা।পাল্টা পুলিশের কাদানী গ্যাস এবং জল কামান। প্রসঙ্গত ১৪ আগস্ট রাতে আরজি কর হাসপাতালের ভয়াবহ হামলায় অভিযুক্তদের ছবি প্রকাশ করে “সন্ধান চাই বার্তা” দিয়েছিলেন। এবারও সেই একই পন্থা অবলম্বন করল কলকাতা পুলিশ। সমাজ মাধ্যমে দুষ্কৃতীদের ছবি পোস্ট করেছেন। পোস্টে লেখেন “সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে”।

উল্লেখ্য মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ নবান্ন অভিযান ঘিরে কলকাতা ও হাওড়ায় দুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথম থেকেই পুলিশ এই আন্দোলনের অনুমতি দেননি। তবে তা তোয়াক্কা না করে জমায়েত করেন আন্দোলনকারীরা। প্রথমে পুলিশের ব্যারিকেড ভাঙেন আন্দোলনকারীরা। তারপর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। পাল্টা পুলিশ জল কামান ও কাঁদানো গ্যাস ছুড়ে পরিস্থিতির মোকাবিলা করেন।

এই ঘটনায় এডিজি সুপ্রতিম বলেন,“পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও যৌথ সংগ্রামী মঞ্চের কর্মসূচি ছিল। আমরা অনুমতি দিইনি। আমাদের কাছে নির্দিষ্ট খবর ছিল, সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতী অশান্তি পাকানোর চেষ্টা করবে। আজকে সেই আশঙ্কা সত্যি হয়েছে।” তিনি আরও জানান, “গতকাল থেকে আজ সকাল পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছি। আরও অনেককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি।

গতকাল রাতে হাওড়া স্টেশন গ্রেপ্তার ৪। তারা খুনের পরিকল্পনা করেছিল। অস্ত্র, বোমা, গুলি নিয়ে অশান্তি পাকানোর ছক ছিল।” তিনি জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, সময় হলে সেই প্রমাণ দেওয়া হবে । এডিজি আরও দাবি করেন “কাল লাশ ফেলতে হবে। বডি ফেলতে হবে। এই ধরনের আলোচনা হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপে পেয়েছি।”

Related Articles