কোন রাজ্যে মদ কিনতে বেশি অর্থ খরচ হয়? জানুন বিস্তারিত
Which state costs more money to buy alcohol? Know the details

Truth Of Bengal : ভারতের কোন রাজ্যগুলি মদের জন্য বেশি খরচ করে? অ্যালকোহলের দোকানের বাইরে দীর্ঘ লাইন অনেক শহরেই খুঁজে পাওয়া যায়। কেরাল- এ বিক্রে তাদের জন্য লাইনে উপস্থিত থাকা মানুষদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু প্রশ্ন কোন রাজ্যে মত কিনতে বেশি টাকা খরচ হয়?
অর্থ মন্ত্রণালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইনেস এন্ড পলিসি (এনআইপিএফপি) তথ্য অনুসারে, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে মদ কিনতে ব্যক্তিদের সবথেকে বেশি খরচ করতে হয়। এনএসএসও ২০১১-১২ তথ্য অনুযায়ী অন্ধ্রপ্রদেশে প্রতি ব্যক্তির অ্যালকোহল বাবদ ব্যয় করতে হয় ৬২০ টাকা। সিএমআই এর কনজ্যুমার পিরামিডস হাউজহোল্ড মতে তেলেঙ্গানাতে ব্যয় সবচেয়ে বেশি। ব্যক্তি পিছু ১৬২৩ টাকা খরচ করতে হয়।
মদ্যপানে সবচেয়ে কম খরচ কোন রাজ্যে?
এনএসএসও এবং সিএমআইই তথ্য অনুযায়ী মদ্যপানে সবচেয়ে কম খরচ উত্তরপ্রদেশে। সেখানে লোকে ৪৯ টাকা থেকে ৭৫ টাকা খরচ করেন। পাঞ্জাবে ৪৫৩ টাকা, হিমাচল প্রদেশে ৪৫৭ টাকা, তামিলনাড়ুতে ৩৩০ টাকা, রাজস্থানে ৩০৮ টাকা।
অ্যালকোহলে সবচেয়ে বেশি ট্যাক্স আদায়কারী রাজ্য
সিএমআইই অনুসারে, ২০২২ ২৩ এ সবচেয়ে কম কর আদায়কারী রাজ্য ঝাড়খন্ড। যেখানে কর আদায়ের হার ছিল ৬৭ শতাংশ। গোয়াতে সবচেয়ে বেশি কর আদায় করা হয়েছিল। কর আদায়ের হারছিল 722 শতাংশ।