বিনোদন

নাগার্জুনের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ,একাধিক সম্পত্তির ওপর দিয়ে চললো বুলডোজার

Allegation of illegal construction against Nagarjuna

Truth of Bengal: দক্ষিণী অভিনেতা নাগার্জুনের একাধিক সম্পত্তি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো।  উত্তরপ্রদেশে এমন ঘটনা তেমন নতুন নয়। পূর্বেও একাধিক বেআইনি সম্পত্তি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। এবার হায়দ্রাবাদে অভিনেতা নাগার্জুনের সম্পত্তিতে হস্তক্ষেপ করলো প্রশাসন। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে নাগার্জুনের এন-কনভেনশন সেন্টার।

জানা যায়, দক্ষিণী অভিনেতা নাগার্জুনের এন-কনভেনশন সেন্টারটি বেআইনিভাবে গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ ছিল। যার জেরে হায়দ্রাবাদ ডিজাজস্টার রেসপন্স অ্যান্ড অ্যাসেটস মনিটরিং অ্যান্ড প্রোটেকশন-এর আধিকারিকরা বেশ কয়েক বছর ধরেই নজর রাখছিলেন। শনিবার হাইড্রা (HYDRA) কর্তৃপক্ষ এসে ভেঙে দিল নাগার্জুনের কনভেনশন সেন্টার।

থাম্মিদিকুন্তা লেক অঞ্চলে ফুল ট্যাঙ্ক লেভেল (এফটিএল) এলাকায় ছিল এই কনভেশন সেন্টার। নর্থ ট্যাঙ্ক ডিভিশনের এক আধিকারিক জানান, থাম্মিদিকুন্তা লেকের ‘এফটিএল’ এলাকা প্রায় ২৯.২৪ একরের। অভিযোগ, অন্তত ১.১২ একর জমি দখল দখল বেআইনিভাবে নির্মাণ করেছিলেন দক্ষিণী অভিনেতা।

এইভাবে কনভেনশন সেন্টার ভেঙে ফেলায় স্বভাবতই ক্ষুব্ধ নাগার্জুন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন , ”সম্পত্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়াটাই অবৈধভাবে হয়েছে। আজ সকালে ভাঙ্গন চালানোর আগে কোন নোটিশ জারি করা হয়নি। একজন আইন মান্যকারী নাগরিক হিসেবে, যে আদালতের সামনে বিষয়টি বিচারাধীন আছে, সেই আদালত যদি আমার বিরুদ্ধে রায় দিত, তাহলে আমি নিজেই ভাঙার ব্যবস্থা করতাম।

আমাদের দ্বারা ভুল নির্মাণ বা দখল সম্পর্কে জনগণের ভুল ধারণা সংশোধনের উদ্দেশ্যে আমি এটি রেকর্ডে রাখছি।” তাঁর আরও সংযোজন, ”কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত ভুল কর্মের বিষয়ে আমরা আদালতের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানাবো। “

Related Articles