বন্যায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মৃত বেড়ে ১৮, ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য
The death toll is increasing by leaps and bounds, the dead rise to 18, all the help to the victims

Truth Of Bengal: ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে বন্যায় দেশের ১২ জেলায় মৃতের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। এখনও পর্যন্ত বন্যার কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮। এদিকে বন্যার জলে প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই সংক্রান্ত তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব কামরুল হাসান। হাসান বলেন, ভারী বর্ষণ অনেকটাই কমেছে। ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি আরও অনেকটাই উন্নত হবে। বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই দুর্যোগ মন্ত্রণালয় সচিবের সাথে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা, দুর্যোগ অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এই সম্মেলনে সচিব জানিয়েছেন, বন্যাপিড়ীত মানুষদের সরেজমিন চিকিৎসা–সেবাসহ অন্য সব সেবা তদারক করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম এখন ফেনীতে অবস্থান করছেন। সংবাদ সম্মেলনে কামরুল হাসান মৃতের সংখ্যা এবং শিশুখাদ্য বাবদ, গোখাদ্য বাবদ কত টাকা খরচা হয়েছে তা তিনি জানিয়েছেন। এছাড়াও ত্রাণকাজের অংশ হিসেবে ২০ হাজার ১৫০ টন চাল ও ১৫ হাজার শুকনা খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়াও ক্ষতিগ্রস্তের সংখ্যাও তুলে ধরেছেন সচিব। এমনকি ক্ষতিগ্রস্তদের চিকিৎসা পরিষেবা দিতে ৭৭০টি মেডিকেল টিম করা হয়েছে বলেও সচিব জানিয়েছেন। ফেনীতে স্বাস্থ্যসেবা দিতে ফিল্ড হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। বন্যাপরবর্তী সময়ে জলবাহিত রোগ থেকে বাঁচতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সচিব।