
Truth Of Bengal: উৎসবের মাঝেই ধারালো অস্ত্র নিয়ে দুস্কৃতি হামলা। শুক্রবার রাতে জার্মানির সোলিনজেনে শহরের ৬৫০ বছর পূর্তি উপলক্ষে উৎসবে মেতেছিল শহরবাসী। সেখানেই স্থানীয় সময়, রাত ১০টা নাগাদ আচমকা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। এলোপাথাড়ি ছুরির কোপে নিহত প্রায় ৩ জন। পাশাপাশি আহত হয়েছেন অনেকে। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং ওই আততায়ীর খোঁজে তল্লাশি চলছে।
জানা যায়, পুলিশ ঘটনাস্থলে আসার আগেই চম্পট দেয় হামলাকারী। পুলিশ এসে গোটা এলাকা জুড়ে নিরাপত্তা আঁটোসাঁটো করে। আহতদের উদ্ধার করে নিয়ে হাসপাতলে পাঠানো হয়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের।
সোলিনজেন শহরে বাসিন্দার সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার। জার্মানির দুই বড় শহর কোলোন এবং ডুসেলডর্ফের খুব কাছেই অবস্থিত এই শহর। ঘটনায় শহরের মেয়র টিম কার্জবাচ নিজে আতংক এবং শোক প্রকাশ করেন। গতকালই বিবৃতি দিয়ে তিনি জানান, “আজ রাতে আমরা একসঙ্গে আনন্দে মেতে উঠেছিলাম। উৎসব উদযাপন করছিলাম। কিন্তু যা ঘটে গেল তাতে আমরা আতঙ্কিত, মর্মাহত। আমরা এই শহরের বর্ষপূর্তি উদযাপন করতে চেয়েছিলাম কিন্তু আমাদের শোক পালন করতে হচ্ছে। যাঁরা প্রাণ হারিয়েছিলেন তাঁদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আহতদের আমরা দ্রুত আরোগ্য কামনা করছি।”
ইতিমধ্যেই হামলাকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কি উদ্দেশ্যে এই হামলা ? কারা জড়িত রয়েছে এই হামলার পেছনে ? প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আতংকিত শহরবাসী।