গাঁজা পাচারের ছক বানচল করলো পুলিশ,বাগডোগরা বিমানবন্দর থেকে গাঁজাসহ গ্রেপ্তার এক যুবক
A youth arrested with ganja from Bagdogra airport

Truth of Bengal : পাচারকারীরা বিভিন্ন পদ্ধতিতে গাঁজা থেকে শুরু করে সমস্ত কিছুই পাচার করে। তবে এইবার বিমানে করে গাঁজা পাচারের ছক কষছিল এক যুবক। যদিও সেই পাচারের ছক বানাচল করল পুলিশ। বাগডোগরা বিমানবন্দর থেকে গাজা সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ রায় (২৩)। সে কোচবিহার জেলার বাসিন্দা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই যুবক কোচবিহার থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে করে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেন। তবে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছতেই সিকিউরিটি চেকের সময় সিআইএসএফের জাওয়ানদের সন্দেহ হয় ওই যুবককে দেখে। এরপরেই ওই যুবককে আটক করে সিআইএসএফ এর জাওয়ানা। এবং ওই যুবকের পিঠ ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজা। এরপর ওই যুবককে বাগডোগরা থানার পুলিশ সাথে তুলে দেয় সিআইএসএফের জাওয়ারা। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের ব্যাগ থেকে চার কেজি গাজা উদ্ধার হয়েছে। উদ্ধার হাওয়া গাঁজা কোথা থেকে নিয়ে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ।