রাজ্যের খবর

সঞ্জয়ের সাথে কলকাতার সহকারী সাব-ইন্সপেক্টর! সুকান্তের পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা

Assistant Sub-Inspector of Calcutta with Sanjay

Truth Of Bengal : আরজি কর কাণ্ডে এবার নয়া মোড়। ডাক্তারি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রধান সন্দেহভাজন সঞ্জয় রায়কে গ্রেফতার করার পর এবার প্রকাশ্যে এল সঞ্জয় ঘনিষ্ঠ সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) অনুপ দত্তের নাম। আর এই তথ্য পাওয়ার পর আরজি কর কাণ্ড এক নয়া মোড় নিয়েছে। কলকাতা পুলিশের আধিকারিক এবং অভিযুক্তের মধ্যে এরুপ সংযোগ সবার মনে নানান প্রশ্নের সঞ্চার ঘটিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এএসআই দত্ত এবং রায়ের মধ্যে সম্পর্কের কথা তুলে ধরেন। ইতিমধ্যেই এই ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। এদিন সুকান্ত মজুমদার বেশ কয়কটি ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের একটি সমাবেশে রায় এবং দত্তকে একসাথে দেখা যাচ্ছে।

সুকান্ত মজুমদারের এই পোস্ট সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এই পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতা তাঁর পোস্টের সাহায্যে ইঙ্গিত করেন, তৃণমূলের এই সমাবেশে দত্তের উপস্থিতি শাসক দলের সাথে গভীর সম্পর্ককে নির্দেশ করে।

বিজেপি নেতা  জানান, “শুধু দৌড়ে চ্যাম্পিয়ন নয়, পার্টিতেও কি তবে সংযোগ! দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতাদের সাথে এক সমাবেশে নিযুক্ত ছিলেন কলকাতা পুলিশের উল্লেখযোগ্য এএসআই অনুপ দত্ত সাথে ছিলেন সিভিক ভলান্টিয়ার”।

বিজেপি নেতার এই সমালোচনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তিনি অভিযুক্তকে রক্ষা করার এবং ভিকটিমদের ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন। এদিন সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে জানান, “এটা কেমন রাষ্ট্র, মুখ্যমন্ত্রী? নারীর নিরাপত্তা ও মর্যাদার দায়িত্ব কার? এর পরও কি ক্ষমতায় আঁকড়ে থাকবেন? পদত্যাগ করার সময় এসেছে। একটি দাবি, একটি সমাধান – মুখ্যমন্ত্রীর পদত্যাগ”।

প্রসঙ্গত, মঙ্গলবার এই মামলার অভিযুক্ত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ পুলিশকর্মী এবং এএসআই অরূপ দত্ত পালিয়ে সিবিআইয়ের কাছে পৌঁছান। এমনই এক ভিডিওটি প্রকাশ্যে এসেছিল। যেখানে অরূপকে দেখা যাচ্ছিল মিডিয়ার প্রশ্ন এড়াতে পালিয়ে যাচ্ছেন তিনি।

Related Articles