আন্তর্জাতিক

ইরানকে চাপে ফেলতে মধ্যপ্রাচ্যে পৌঁছাল মার্কিনের যুদ্ধবিমান বহনকারী রণতরী

US warships arrive in the Middle East to put pressure on Iran

Truth Of Bengal: হামাস বনাম ইসরাইল যুদ্ধের কবে যে অন্ত হবে তা এখনো ধোঁয়াশায় রয়েছে! এর মাঝে হামাস প্রধান ইসমাইল হানিয়েহর মৃত্যুর জেরে ফুঁসছে ইরান। ইহুদি দেশটিতে তেহরানের মদতে ক্রমাগত হামলা চালাচ্ছে হাউথিরা। পিছিয়ে নেই হেজবোল্লাও। আর এই তপ্ত আবহে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান বহনকারী রণতরী পাঠালো মার্কিন মুলক। পুরো বিষয়টির উপর নজর রেখেছে ওয়াশিংটন।

চলতি বছরে জুলাই মাসে আমি রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহকে খুন করা হয়। তারপর থেকেই ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলী খামেন এই খুনের বদলা নিতে ইজরায়েলের উপর আক্রমণের অনুমতি দেন। যেকোনো সময় হামলা শুরু করতে পারে তেহরান। সে কারণেই আগস্টের শুরুতেই মধ্যপ্রাচ্যে তড়িঘড়ি থিওডোর রুজভেল্ট নামক এক যুদ্ধবিমান বহনকারী রণতরী পাঠায় আমেরিকা।

তবে এবার সেখানে পৌঁছেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামক এক রণতরী। এই  রণতরীতে রয়েছে F/A-18 Block III ও  F-35C ফাইটার জেট। এটা পরিচালনা করার দায়িত্বে রয়েছে মার্কিন সোনার সেন্ট্রাল কমান্ডার। লোহিত  সাগর থেকে এডেন উপসাগর সহ দক্ষিণ চিন সাগরেও রয়েছে  এই মার্কিন সোনার সেন্ট্রাল কমান্ডার। বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক এই তথ্য জানিয়েছেন।

Related Articles