রাজ্যের খবর

যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে পদক্ষেপ নবান্নের, আধুনিকিকরণের পথে নৃসিংহপুর বাস টার্মিনাস

Narsinghpur Bus Terminus is on the way to modernisation

Truth Of Bengal: বিধায়কের ইচ্ছা ও নৃত্য যাত্রীদের দাবি পূরণে এবার দু কোটি টাকা ব্যয় আধুনিকীকরণের পথে নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর বাস টার্মিনাস। থাকবে ক্যাফেটেরিয়া, সেলফি জোন। বিধায়কের হাত ধরে আধুনিকীকরণের প্রথম পর্যায়ের কাজ শুরু হল।

রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে উন্নততর করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পরিবহন খাতে বিপুল অংকের অর্থ বরাদ্দ করে নবান্ন। এবার নদীয়া জেলার শান্তিপুর নৃসিংহপুর বাস টার্মিনাসের আধুনিকীকরণের জন্য দু কোটি টাকা বরাদ্দ করলো নবান্ন। পূর্ব বর্ধমান এবং নদীয়ার সংযোগস্থল নৃসিংহপুর ফেরিঘাট সেখানে এই বাসট্যান্ড। নিত্যদিন বহু মানুষের যাতায়াত তিনটি রুটের বাস পরিষেবা চলে তার সঙ্গে টোটো এবং অটো পরিষেবা।

যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নততর করতে এবং যাত্রী পরিষেবায় স্বাচ্ছন্দ্য আনতে উদ্যোগী হন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। এরপর পরিবহন পরিকাঠামগত উন্নয়ন নিগমের মাধ্যমে প্রথম পর্যায় ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্যায়ের কাজ শুরু হল এদিন।

আধুনিক নৃসিংহপুর বাস টার্মিনাসে  থাকবে ক্যাফেটেরিয়া, সেলফি জোন। আগামী দিনে পরিকাঠামগত উন্নতি সম্পন্ন হলে কলকাতা সহ বিভিন্ন শহরে যোগাযোগের ক্ষেত্রে দূরপাল্লা বাস চালানোর পরিকল্পনার কথা ভাববেন বলে জানান শান্তিপুরের বিধায়ক।

Related Articles