ট্রল বা ব্যাটারি নয়, হাইড্রোজেনে চালিত স্কুটার আনছে সুজুকি
Suzuki is bringing a hydrogen-powered scooter, not trolls or batteries

Truth of Bengal : অটোমোবাইল ক্ষেত্রে বিপ্লব আনতে চলেছে জাপানি অটোমোবাইল সংস্থা সুজুকি। পরিবেশ দূষণ কমাতে পেট্রল-ডিজেলের বিকল্প হিসাবে বৈদ্যুতিক গাড়ি নিয়ে কাজ করছে বিশ্বের বিভিন্ন সংস্থা। তবে একটু ভিন্ন পথে হেঁটে এবার জাপানি সংস্থা সুজুকি হাইড্রোজেন চালিত স্কুটার আনার পরিকল্পনা করেছে। সুজুকির হাইড্রোজেন গ্যাস চালিত স্কুটারের পেটেন্ট ইমেজ ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া পেটেন্ট ইমেজ থেকে সুজুকি বার্গম্যান হাইড্রোজেনের ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। নতুন পেটেন্টে দেখা যাচ্ছে যে, সুজুকি একটি সিঙ্গেল ইউনিটের বদলে দু’টি ছোট সিলিন্ডার ব্যবহার করতে চলেছে। একটি সিলিন্ডার সামনের অ্যাপ্রনের কাছে আড়াআড়ি ভাবে এবং দ্বিতীয়টি টেল সেকশনের সঙ্গে সমান্তরালভাবে রয়েছে। এর ফলে সুজুকি বার্গম্যান ৪০০-এর ডিজাইন ও ডাইমেনশন যেমন ধরে রাখতে পারবে, তেমনই ইঞ্জিন ও ট্রান্সমিশন সিস্টেম নিজেদের পজিশনে থাকতে পারবে। সুজুকি নকশায় আরও কিছু পরিবর্তন করেছে। যেমন সামনের রেডিয়েটারের অবস্থান পাল্টে সেটি প্রথম হাইড্রোজেন ট্যাঙ্ক থেকে দূরে রাখা হয়েছে।