রাজ্যের খবর

বৃষ্টিতে যাত্রী হয়রানি হাওড়া স্টেশনে, জল জমা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা

Passengers harassed by rain At Howrah station, passengers expressed their anger over water logging

Truth Of Bengal: ভারতের ব্যস্ততম স্টেশন গুলির মধ্যে হাওড়া স্টেশন অন্যতম। বহু যাত্রীর যাতায়াত এই স্টেশনে। তারপর আজ সপ্তাহের দ্বিতীয় দিনে বৃষ্টিতে কার্যত জল থই থই অবস্থা হাওড়া স্টেশনে । বুকিং কাউন্টার থেকে স্টেশনে ঢোকার গেট সব জায়গায় জলমগ্ন । কার্যত এক কথায় বলতে গেলে জলে ডুবে রয়েছে হাওড়া স্টেশন।

এমনিতেই ব্যস্ততম স্টেশন তার উপরে বৃষ্টি হওয়া জলযন্তনা যাত্রীদের। স্টেশনে যাতায়াত করতে গিয়ে অনেক যাত্রী পা পিছলে পড়ে যান জলে। এই নিয়ে যাত্রী ক্ষোভ প্রকাশ করে অভিযোগ জানান স্টেশনে ঠিকমত জল নিকাশির ব্যবস্থা নেই। বৃষ্টি হলেই স্টেশনে জল জমে যায়।

এ বিষয়ে ডিভিশন সূত্রে জানানো হয়েছে অতিরিক্ত বৃষ্টিতে , স্টেশনের নিচু জায়গায় জল জমে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়।উল্লেখ্য সোমবার থেকে হাওড়া স্টেশনের সাবওয়ে থেকে কয়েক শো হকারকে সরিয়ে পরিষ্কার করছে গোলাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে হকারদের নিরাপত্তার সূত্রে তাদের সরানো হয়েছে।

বেশ কয়েক আরজি কর কাণ্ডে উত্তাল হয়েছে গোটা দেশ । এই ঘৃণ্য ঘটনায় উত্তপ্ত কলকাতার বিভিন্ন প্রান্ত । আর কলকাতার মূল করিডোর হাওড়া এবং শিয়ালদা স্টেশন। তাই এই দুই স্টেশনের নিরাপত্তা আঁটোসাঁটো রাখতে চাইছে পুলিশ । যাত্রীদের চলার সময় যাতে কোনরকম অসুবিধায় না পরে এই জন্যই এই পদক্ষেপ ।