আন্তর্জাতিক

মঙ্গলবার বাংলাদেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা

Chance of rain and storm at a speed of 60 km in 8 districts of Bangladesh on Tuesday

Truth Of Bengal: ২০ আগস্ট দুপুরের মধ্যে বাংলাদেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে ওই ৮ জেলার নদীবন্দরগুলিতে সতর্কতার দিকটি খেয়াল রাখার কথা বলা হয়েছে। মঙ্গলবার ওপার বাংলায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলির জন্য যে পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়া হয়েছে সেখানে এ তথ্য জানা গিয়েছে।

সেখানে বলা হয়েছে, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, কক্সবাজার ও সিলেট জেলায় দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যেতে পারে।

উল্লেখ্য, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ওপার বাংলার চট্টগ্রাম জেলায় প্রায় ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড জানিয়েছে ওপার বাংলার পতেঙ্গা আবহাওয়া দপ্তর। চট্টগ্রামের ওই আবহাওয়া সংস্থা জানিয়েছিল, সোমবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে। ওই সংস্থার পূর্বাভাস কর্মী জহিরুল ইসলাম জানিয়েছিল, কয়কদিন অতিভারি বৃষ্টি ও সেই বৃষ্টির জেরে পাহাড় ধসের সম্ভাবনাও রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় অতিভারি ও এক টানা বৃষ্টির জেরে নগরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। এদিকে জমা জলও অপসরণ করা হচ্ছে না সে কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে বহু মানুষ।

Related Articles