
Truth Of Bengal: এবার আরজি কর কাণ্ডে মুখ খুললেন জসপ্রিত বুমরাহ। এক চিকিৎসককে হাসপাতালের মধ্যে ধর্ষণ করে খুনের অভিযোগে শুধুমাত্র কলকাতা বা এ রাজ্যে নয়, গোটা দেশ উত্তাল হয়েছে। ঘটনার প্রতিবাদে সোচ্চার সব মহল। গত শুক্রবার আরজি কর হাসপাতালের মধ্যে যে ঘটনা ঘটেছিল, তা নিয়ে এর আগে আয়ুষ্মান খুরানা, করিনা কাপুর, সামান্থা, প্রীতি জ়িন্টা, আলিয়া ভাটরা এই ঘটনায় পাশে দাঁড়িয়েছিলেন।
এ বার বুমরাহও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। এই ঘটনার সঙ্গে দিল্লির নির্ভয়াকাণ্ডের তুলনা করে তীব্র নিন্দায় মুখর হন বুমরাহ। তবে তিনি আলিয়ার একটি পোস্ট ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন। যেখানে লেখা রয়েছে, “মেয়েদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদল করুন। সকল মহিলাই ভাল পরিবেশের দাবীদার।”
আয়ুষ্মান একটি ভিডিয়োয় তাঁর লেখা কবিতা পাঠ করেন। সেখানে তিনি ছেলে হলে কি করতে পারতেন এ বিষয়ে বলেন। আর জি কর হাসপাতালের ঘটনার নৃশংসতার কথা উল্লেখ করে বাংলা সিনেমার অভিনেতা জিৎও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযুক্তদের শাস্তির দাবি করেন।
বুমরাহও চুপ থাকতে পারলেন না। তিনিও মেয়েদের লড়াইয়ের পাশে দাঁড়ালেন। সোশ্যাল মিডিয়ায় বুমরাহ বলেছেন, ‘মেয়েদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদল করুন। সকল মহিলাই ভাল পরিবেশের দাবিদার।