আফগানিস্তান দখলের ৩য় বর্ষপূর্তি তালিবানের, রয়েছেন চিনা রাষ্ট্রদূতও
The 3rd anniversary of the Taliban's occupation of Afghanistan, the Chinese ambassador is also present

Truth Of Bengal: তালিবানের আফগানিস্তান দখল এই নিয়ে তিন বছর হয়ে গেল। বৃহস্পতিবার ধুমধাম করে তৃতীয় বর্ষপূর্তি আনন্দ উৎযাপন করল তালিবান। বৃহস্পতিবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ একাধিক শহরে সশস্ত্র তালিবান বাহিনী কুচকাওয়াজের আয়োজন করেছিল। বহু তালিবান যোদ্ধারা কাবুল দখলের তৃতীয় বর্ষপূর্তি আনন্দ উৎসবে যোগ দিয়েছিলেন।
তালিবান সরকারের শীর্ষ নেতাদের পাশাপাশি আফগানিস্থানের বাগরাম বিমানঘাঁটিতে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরান, চিন সহ বেশ কিছু দেশের রাষ্ট্রদূতও। আফগানিস্তানের তালিবান সরকারের সাথে এ বছরের ফেব্রুয়ারিতেই আনুষ্ঠানিক ভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চিন। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার কূটনীতিক ঝাও শেংকে কাবুলের চিনা দূতাবাসে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করে।
উল্লেখ্য, আজ থেকে তিন বছর আগে বেশ কয়েক মাস চেষ্টা চালানোর পর ২০২১ সালের ১৫ অগস্ট আফগানিস্থানের রাজধানী কাবুল দখল করেছিল পাকিস্তানে প্রশিক্ষিত তালিবান গোষ্ঠী। এর আগেই ১৯৯৬ সালে কাবুল-সহ আফগানিস্তানের বড় অংশ দখল করেছিল তালিবান গোষ্ঠী। তারপর ২০০১ সালের ৯/১১ সন্ত্রাসের ঘটনার পর আমেরিকার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর হানায় তালিবান সরকারের পতন ঘটে।