ভারত বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীদের সাথে বৈঠকে বিএসএফ
BSF in meeting with villagers on Indo-Bangladesh border

Truth of Bengal : আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীদের সাথে বৈঠক করলেন বিএসএফ এর কিষণগঞ্জ সেক্টরের ডিআইজি ঈশ আউল। দীর্ঘক্ষণ এই বৈঠকে গ্রামবাসীদের সাথে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির পাশাপাশি সীমান্তের নানান ধরনের সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এই বৈঠকে গ্রামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জেরে সমস্ত সীমান্তেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বিএসএফ। কোনভাবেই যাতে কোন অনুপ্রবেশকারী এদেশে ঢুকতে না পারে তার জন্য সদা সতর্ক বিএসএফ। এর মাঝে আজ রাধিকাপুর সীমান্তে গ্রামবাসীদের সাথে একটি জরুরী বৈঠক আয়োজন করা হয় বিএসএফের পক্ষ থেকে।
বিএসএফের কিশানগঞ্জ সেক্টরের ডিআইজি যেমন উপস্থিত ছিলেন তেমনি ছিলেন রাধিকাপুর সীমান্তের কমান্ডার এছাড়া উপস্থিত ছিল রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং গ্রামবাসীরা। প্রত্যেক গ্রামবাসীদের কে বিএসএফের পক্ষ থেকে কড়া সতর্ক থাকতে একদিকে যেমন নির্দেশ দেয়া হয় তেমনি এলাকার সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তা দেয়া হয় যাতে তারা তাদের ছেলেমেয়েদের শিক্ষার ব্যাপারে কড়া দৃষ্টি রাখে। কারণ আগামী দিনে ভালোভাবে পড়াশোনা না করলে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা দেখা দিবে।
তাই গ্রামবাসীদের উদ্দেশ্যে বিএসএফের ডিআইজি এমনই বার্তা দিলেন আজ। আজকের এই বিএসএফের সঙ্গে গ্রামবাসীদের বৈঠকে ঘিরে রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত দপ্তর ছিল জমজমাট।