মাস্ককে দেওয়া সাক্ষাৎকারে হামলা প্রসঙ্গ , এখনও আতঙ্কে ট্রাম্প
In the interview given to Musk, the topic of the attack, Trump is still in fear

Truth Off Bengal: প্রকাশ্য জনসভায় রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনা প্রায় এক মাস পেরিয়ে গেছে। তারই মাঝে আমেরিকার রাজনীতিতে পালাবদল ঘটেছে অনেককিছুরই। ইতিমধ্যেই ডেমোক্র্যাট শিবির তাদের প্রার্থী তালিকা তৈরি করে নিয়েছে। এইদিকে সময় যত এগোচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দামামা বেজে গিয়েছে।
প্রকাশ্য জনসভায় হামলার আতঙ্ক দূরে সরিয়ে কমলা হ্যারিসের বিরুদ্ধে লড়তে প্রস্তুত হচ্ছেন ট্রাম্প। তবে এক মাস পর হামলার প্রসঙ্গে বলতে গিয়ে এখনও ট্রাম্পের গলা কেঁপে ওঠে। ধনকুবের ইলন মাস্কের দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘সে দিন একটু এ দিক ও দিক হলেই অন্য কিছু হতে পারত!’’ অর্থাৎ গুলির আঘাতে মৃত্যু পর্যন্ত হতে পারত বলে আশঙ্কা করছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট।
এক সাক্ষাৎকারে হামলা প্রসঙ্গে মাস্কের প্রশ্নের উত্তরে ১৩ জুলাইয়ের ভয়াবহ হামলার ঘটনা বর্ণনা করেছেন ট্রাম্প। ট্রাম্পের কথায়, ‘আমি বুঝতে পেরেছিলাম, বুলেট আমার দিকে ছুটে এসে কান স্পর্শ করে বেরিয়ে গিয়েছে। তার পর মাথা নিচু করে বসে পড়ার পর অনুভব করি, মাথার উপর দিয়েও বেরিয়ে গিয়েছে একটা বুলেট। কোনও কারণে একটু এ দিক, ও দিক হলেই অন্য কিছু হতে পারত।’’
উল্লেখ্য, ট্রাম্পকে লক্ষ্য করে দু’টি গুলি যখন তাঁর দিকে ছুটে আসে ঠিক সেইসময়ই নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের এক স্নাইপারের ছোড়া গুলিতে হামলাকারী নিহত হন। ট্রাম্পকে বাঁচাতে মরিয়া সিক্রেট সার্ভিসের স্নাইপারের ভূয়সী প্রশংসা করছেন রিপাবলিকান পদপ্রার্থী। উল্লেখ্য, গত ১৩ জুলাই বেথেল পার্কের ফেয়ার গ্রাউন্ডের সভায় অভিযুক্ত টমাস ক্রুকের ছোড়া গুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। ট্রাম্পের উপর হওয়া প্রাণঘাতী হামলার পর থেকেই তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।