দেশ

ওড়িশায় মিড ডে মিল খেয়ে অসুস্থ প্রায় ১০০ পড়ুয়া

About 100 students fall sick after eating mid-day meal in Odisha

The Truth Of Bengal: মিড ডে মিল খেয়ে অসুস্থ প্রায় শতাধিক পড়ুয়া। বালেশ্বরের শ্রীপুর গ্রামের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। অন্যান্য পড়ুয়াদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, ভাত ও তরকারি ছিল মিড ডে মিলে। এক ছাত্রকে পরিবেশন করতে গেলে নজরে পড়ে একটি টিকটিকি। এই খবর ছড়িয়ে পড়তেই বন্ধ করে দেওয়া মিড ডে মিল। তবে ততক্ষণ পর্যন্ত বেশ খানিকটা খাবারই খেয়ে ফেলেছেন অন্যন্য পড়ুয়ারা। সেই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পেট ব্যাথা ও বুকে ব্যাথায় অসুস্থ হয়ে হয়ে পড়ে একের পর এক  পড়ুয়া।

এই পরিস্থিতি দেখা মাত্রই পরিস্থিতি কর্তৃপক্ষের কাছে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন গ্রামের বাসিন্দারা। তাদের সহযোগীতায় সেইসমস্ত পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় নিকটরবর্তী হাসপাতালে।  শুরু হয় তাদের চিকিতসা প্রক্রিয়া। জানা যায়, বেশ কয়েকজন পড়ুয়ার অবস্থার অবনতি হলে তাদের অন্যন্য হাসপাতালেও স্থানান্তিরত করা  হয়। কীভাবে এই অসুস্থ হওয়ার ঘটনা ঘটনা ঘটনা তা খতিয়ে দেখার কাজ চলছে। স্কুলে পৌঁছয় চিকিতসকের একটি দল। তদন্ত জারি রয়েছে বলেও জেলা শিক্ষা দফতর সূত্রে খবর।

Related Articles