বিনোদন

না ফেরার দেশে বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী, শোক জ্ঞাপন করে উষসী বললেন ‘আমি বুদ্ধমামা’ বলতাম

Ushsi said 'I used to say Buddhamama' while expressing condolences

The Truth Of Bengal: বৃহস্পতিবার ৮ই অগাস্ট সকালে  না ফেরার দেশে চলে গেলেন বাম জামানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সিওপিডি-র রোগী ছিলেন তিনি। বেশ অনেকদিন ধরেই  তিনি বিছানায়  শয্যাশায়ী  ছিলেন।  বিগত কয়েক বছর  ধরেই  তিনি নিজেকে  সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে রেখেছিলেন। কমরেডের মৃত্যুতে বাম-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনেত্রী উষসী চক্রবর্তী এদিন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বুদ্ধদেবের মৃত্যুর পর তাঁর স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেছেন, ‘আমি বুদ্ধমামা বলতাম।

মাঝে মাঝে ওঁর কাছে বকাও খেয়েছি। স্বচ্ছতার রাজনীতি উনি করতেন উনি, সেটা যেন আমরা কখনো ভুলে না যাই’। ইতিমধ্যেই পাম অ্যাভিনিউয়ের তাঁর বাড়ির সামনে নেমেছে জনতার ঢল। চোখের জল কিছুতেই বাঁধ মানছে না। এদিন চোখের জলে ভাসতে দেখা গেল বুদ্ধদেবের অনুরাগীদের। কমরেডের মৃত্যুতে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।

আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ ইতিমধ্যেই মমতা বুদ্ধদেবের পাম অ্যাভিনিউর বাড়িতে পৌঁছেও গিয়েছেন। সেই সঙ্গে তিনি  বৃহস্পতিবার সব সরকারি অফিসগুলির ছুটি ঘোষণা করেছেন। জানা যাচ্ছে, এদিন বেলা সাড়ে বারোটা পর্যন্ত পাম অ্যাভিনিউর বাড়িতেই বুদ্ধদেববাবুর মরদেহ  রাখা থাকবে তারপরে দেহ সংরক্ষণের জন্য পিস ওয়ার্ল্ডে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে।এরপর শুক্রবার সকাল ১২টা  নাগাদ কমরেডের দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে। দিনভর সেখানেই দেহ থাকার পর বিকেল ৪ টেয় শেষযাত্রা হবে বলে জানা যাচ্ছে।

Related Articles