
The Truth Of Bengal: পুকুরের জলে ডুবে এক গৃহবধুর মৃত্যু হলো। মৃত গৃহবধূর নাম শিবানী মন্ডল (২৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারইপুর থানার অন্তর্গত বারুইপুর রামনগর ঘোষপাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে বাড়ির সামনে একটি পুকুরে। স্থানীয় সূত্রে খবর সকাল ১১:৩০ টার সময় বাড়ির উল্টো দিকে একটি পুকুরে পেয়ারা বাধার যে প্লাস্টিক সেই প্লাস্টিক পরিষ্কার করে ধুচ্ছিলেন শিবানী দেবী। এমন সময় হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যান তিনি। পুকুরটি এই ভরা বর্ষায় জলে ভর্তি ছিল। শিবানী দেবী পা পিছলে পড়ে যাওয়ার পর আর উঠতে পারেননি।
স্থানীয় বাসিন্দারা পাশেই ছিল কিন্তু শিবানী দেবীকে তলিয়ে যেতে দেখতে পাননি কেউই। অনেক সময় ধরে দেখতে না পেয়ে তারা পুকুরে নামে এবং পুকুর থেকে শিবানী দেবীকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। একটি শিশু পুত্র আছে শিবানী দেবীর। তার স্বামী বাপ্পা মন্ডল বাড়ি থেকে কিছুক্ষণ আগে কাজে বেরিয়েছিলেন। তিনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে বারুইপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন। তিনি এসে দেখেন তার স্ত্রী মারা গেছেন। বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার পুলিশ শিবানী দেবীর দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ব্যাপারে তদন্ত শুরু করেছে বারুইপুর থানা পুলিশ।