আন্তর্জাতিক

বাংলাদেশের বিভিন্ন পদে নয়া নিয়োগ! যেমন, ডিএমপির কমিশনার মাইনুল হাসান

New recruitment in various positions in Bangladesh! For example, DMP Commissioner Mainul Hasan

The Truth Of Bengal: বাংলাদেশে ঢাকা পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ হলেন পুলিশের উপমহাপরিদর্শক মো. মাইনুল হাসান। আর এর সাথে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হলেন আইজিপি A.K.M শহিদুর রহমান। এ বিষয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

এদিকে পুলিশ অধিদপ্তরের দায়িত্ব পালন করছিলেন শহিদুর রহমান।  এখন তিনি র‍্যাবের মহাপরিচালক হিসেবে মো. হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হলেন। আর পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে হারুন-অর-রশিদকে। অপরদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে কর্তব্যরত ছিলেন মাইনুল হাসান। বর্তমানে ঢাকা পুলিশের কমিশনার হিসেবে হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন তিনি। আর পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে হাবিবুর রহমানকে। জননিরাপত্তা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি হওয়া এ আদেশ শীঘ্রয় কার্যকর করা হবে।

মঙ্গলবার রাতেই পুলিশের নয়া পদে আইজিপি মো. ময়নুল ইসলামকে নিয়োগ করা হয়েছে। পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্টে দায়িত্বরত ছিলেন তিনি। দেড় বছরের চুক্তিতে আইজিপি পদে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গত মাসেই দ্বিতীয় দফায় আরও এক বছর মেয়াদ বাড়ানো হয়েছিল। কিন্তু সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় চৌধুরী আবদুল্লাহ আল-মামুণের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে পৃথক বিজ্ঞপ্তি জারি করে।

 

Related Articles