রাজ্যের খবর

দোতলার ঘরের ভেতর থেকে ২৬ বছর বয়সী যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার 

The hanging body of a 26-year-old youth was recovered from inside the second-floor house

The Truth Of Bengal,নদিয়া,মাধব দেবনাথ: ২৬ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে ঘটনায় বাড়ছে রহস্য। দোতলার ঘর থেকে দেহ উদ্ধার করা হয়। বুধবার মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তে। জানা যায় মৃত যুবকের নাম তীর্থ রাজপাল, বাবা প্রশান্ত পাল। বাড়ি নদিয়া শান্তিপুর ১৭ নম্বর ওয়ার্ডের তিলপাড়া এলাকায়। বাবা-মায়ের একমাত্র সন্তান তীর্থরাজ।

সূত্রের খবর, তার পরিবার  বুধবার ভোররাতে দোতলার ঘরে গিয়ে দেখে তাদের ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর দেওয়া হয় তাদের বন্ধু বান্ধব কে এরপর সকলে মিলে নিয়ে যায় হাসপাতালে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তীর্থরাজের বন্ধু সমীরণ মন্ডলের দাবী, মঙ্গলবার রাত্রি ৯ টা পর্যন্ত কথা হয়েছিল, তারপর বাড়িতে চলে যায়, কিন্তু সকালে এই মর্মান্তিক ঘটনা যে শুনতে হবে তা কখনো আন্দাজ করতে পারিনি তারা।

যদিও তীর্থরাজ পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন, তীর্থরাজের এই ধরনের আকর্ষিক মৃত্যুর ঘটনায় এখন পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। তবে ছেলের অকাল মৃত্যুতে এখন হতাশায় ভুগছে পরিবার। যদিও তীর্থরাজ কি কারনে আত্মহত্যার রাস্তা বেছে নিল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে বুধবার দুপুরে মৃতদেহ সৎকারের জন্য উদ্যোগী হয় তার বন্ধুবান্ধব।

Related Articles