খেলা

দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেলেন জোড়া পদক জয়ী অলিম্পিয়ান মনু ভাকের, দেখুন ভিডিয়ো

Double medalist Olympian Manu Bhaker gets warm welcome back home, watch video

The Truth Of Bengal: ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম ডবল ব্রোঞ্জ পদক জয়লাভ করেন মনু ভাকের। ৭ই আগস্ট অর্থাৎ বুধবার তিনি দিল্লিতে এসে পৌঁছন। অলিম্পিক গেমে একক সংস্করণে একাধিক পদক জয়ী ভারতীয় খেলোয়াড়কে একঝলক দেখতে আগের থেকেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অনুগামী থেকে মিডিয়াকর্মীরা সকলেই উপস্থিত ছিলেন। বিমানবন্দরে মনু ভাকের কে অভ্যর্থনা জানানো হয়। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে মেয়েকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মনু ভাকেরের মা বাবা। তার মা-বাবার পাশাপাশি উপস্থিত ছিল তার আত্মীয়-স্বজন থেকে শুরু করে শৈশবের কোচ সকলেই।

উল্লেখ্য, মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে  ভারতকে ব্রোঞ্জ উপহার দিয়েছে মনু ভাকের। তার হাত ধরে এই বছর অলিম্পিকের প্রথম পদক ভারতে আসে। এছাড়াও তিনি দশ মিটার এয়ার পিস্তল মিক্স টিম ইভেন্টে দেশের হয়ে কৃতিত্বের সাথে একটি ব্রোঞ্জ পান। যেখানে তার সাথে অংশগ্রহণ করতে  দেখা গিয়েছিল সরবজোত সিং কে‌। তবে মনু ভাকের অলিম্পিকে ২৫ মিটার  এয়ার পিস্তল ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু অল্পের জন্য তিনি সেই সুযোগ মিস করেন। যার ফলে তিনি চতুর্থ স্থান অর্জন করেছিলেন। ইতিমধ্যে মনু   ভাকেরকে ২০২৪ প্যারিস অলিম্পিকের পতাকাবাহী হিসেবে নামকরণ করা  হয়েছে।

তিনি বর্তমানে ভারতের মাটিতে পা রেখেছেন।  ১১ই আগস্ট অনুষ্ঠিত হতে চলা  চর্তু বার্ষিক ইভেন্টে অনুষ্ঠানের জন্য তিনি আবারও ফ্রান্সে ফিরে যাবেন। উল্লেখ্য  ২০২৪ প্যারিস অলিম্পিকে এখনো পর্যন্ত ভারত মোট তিনটি পদক জিতেছে। এই তিনটি পদক এসেছে শুটিংয়ের মাধ্যমে। ভিনেশ ফোগাট ২০২৪ প্যারিস  অলিম্পিকে দেশের প্রথম মহিলা কুস্তিগীর হয়ে অলিম্পিকের ফাইনালে পৌঁছেছেন। বিগত ম্যাচে ফোগাট চতুর্থ স্থানে এই খেলা সমাপ্তি করে। এরপর ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে তার কাছ থেকে সোনা আশা করছে ভারতবাসীরা

Related Articles