আন্তর্জাতিক

এবার নিহত হামাসের সামরিক প্রধান মহম্মদ দেইফ!

This time killed the military chief of Hamas, Mohammed Deif!

The Truth Of Bengal: হামাস দলে আবারো মৃত্যু শোকের ছায়া। বৃহস্পতিবার ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে, হামাস প্রধানের পর এবার নিহত হলেন হামাসের সামরিক প্রধান মহম্মদ দেইফ। বৃহস্পতিবার ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোশ্যাল মিডিয়াতে লিখেছে, ‘‘এখন আমরা নিশ্চিত যে, মহম্মদ দেইফের মৃত্যু হয়েছে।’’ তারা জানিয়েছেন, আগের মাসেই গাজার এক বিমান হামলায় নিহত হয়েছেন দেইফ।

প্রসঙ্গত, হামাস দলের সামরিক শাখা আল কাসিম ব্রিগেডের প্রধান হলেন দেইফ। দেইফের নিখুঁত পরিকল্পনাতে আগের বছর ৭ অক্টোবর-এ ইহুদিদের ‘সিমহাত টোরা’র পবিত্র দিবসের দিনে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী ইজরায়েলে রকেট হামলা চালিয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ৭ অক্টোবরের হামলায় দেইফের মূল সঙ্গী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া আর তার সাথে জড়িত আল কাসিম ব্রিগেডের আরও বেশ কিছু মানুষ।

জানা গিয়েছে, প্রায় ২১ বছর আগে বিমান হামলায়  মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন দেইফ কিন্তু তিনি তাঁর এক চোখ, এক হাত ও এক পা বাঁচাতে পারেননি ওই হামলায়। সাথে পরিবারের দু’জন সদস্য সহ নিজের ভাইকেও হারিয়েছিলেন তিনি। সে ঘটনার পর থেকেই তাঁর সঙ্গী ছিল এক মাত্র হুইলচেয়ারই। এর পরেও একাধিকবার তিনি ইজরায়েলি হামলার সম্মুখীন হয়েছেন। তবে অদ্ভুত ভাবে তাঁর প্রাণ বেঁচে যায় কিন্তু এবারে তিনি আর যমরাজকে ফেরাতে পারেননি, প্রাণ হারালেন মহম্মদ দেইফ।সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে জুলাই এর ১৩ তারিখে ইজরায়েলি হামলায় দেইফ-সহ হামাসের খান ইউনিস ব্রিগেডের কম্যান্ডার রাফায়া সালামেহও নিহত হয়েছেন। তবে বিভিন্ন মহলে এই খবরের সত্যতা নিয়ে নানা প্রশ্ন উঠছে।