আন্তর্জাতিক

পাঁচ লাখ টাকার টুকরো নোট জোড়া লাগালেন ব্যাংক কর্মীরা

The bank employees put five lakh taka notes together

The Truth Of Bengal: একটি –দুটি নয়, পুরো ৩২ হাজার ইউয়ান কেটে টুকরা টুকরা করেছিলেন চীনের এক নারী। ভারতের হিসেবে সেই টাকার অংক প্রায়, ৫ লাখ ২০ হাজার টাকার মতো। তবে ব্যাংক কর্মীদের ধৈর্যের জন্য বাহবা দিতেই হবে। পুরো ২২ দিন সময় নিয়ে নোটগুলো জোড়া লাগিয়েছেন তাঁরা।

ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের প্রদেশ ইউনানে। গত জুনে ওই নোটের টুকরাগুলো প্রদেশের কুনমিং এলাকার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নায় নিয়ে হাজির হন এক নারী। তাঁর নাম ঝ্যাং। তিনি জানান, পাঁচ বছর আগে নোটগুলো টুকরা টুকরা করেন তাঁর ভাইয়ের স্ত্রী। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন, সম্প্রতি মারা গেছেন। ঝ্যাংয়ের ওই ভাইয়ের চার সন্তান রয়েছে। তাঁরা এখন বসবাস করেন সিচুয়ান প্রদেশে পর্বতঘেরা এক গ্রামে। তাঁদের আর্থিক অবস্থা ভালো নয়। নোটগুলো অক্ষত থাকলে বড় সুবিধা হতো তাঁদের।

তাই এগুলো পরিবর্তন করতে স্থানীয় বেশ কয়েকটি ব্যাংকের দ্বারস্থ হয়েছিলেন ঝ্যাংয়ের ভাই। তবে কেউই তা বদলে দিতে রাজি হননি। কুনমিংয়ের আইসিবিসি ব্যাংকে গিয়ে আশার আলো দেখতে পান ঝ্যাং। ব্যাংকটির কর্তৃপক্ষ কাটা নোটগুলো জোড়া লাগাতে রাজি হয়। এ দায়িত্ব দেওয়া হয় চার কর্মীকে। তাঁদের একজন বলেন, এর আগে এমন ঘটনা তারা কখনো দেখেনি। এক লাখের বেশি টুকরা ছিল। কিছু টুকরা আবার খুবই ছোট। তারা ২২ দিন কাজ করেছেন। অবশেষে ৩২ হাজার ইউয়ান মূল্যের নোটগুলো জোড়া লাগানো হয়। ব্যাংকটির কর্মীদের এই পরিশ্রমের জন্য তাঁদের ধন্যবাদ দিতে ভোলেননি ঝ্যাং।