খেলা

টসে হেরে প্রথমে বোলিং করছে ভারত

India are bowling first after losing the toss

The Truth Of Bengal: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আজ প্রথম ২২ গজের নামলেন বিরাট রোহিত। নেটে এই দুই তারকা বড় বড় রান হাঁকিয়েছে, লম্বা লম্বা 6 মেরেছে আজ কি করবে সেটাই দেখার যদিও ইতিমধ্যে টস হয়ে গিয়েছে টসে হেরে রোহিতের দল বল করবে ।

এদিকে শ্রীলঙ্কা শিবির সিরিজের আগেই বেশ বড়সড় ধাক্কা খেয়েছে তাদের ফার্স্ট বোলার দিলশান মধুশঙ্কা এবং মাথিশা পাথিরানা চুটকি গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। ‌ সে কারণেই আজ প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান অধিনায়ক চরিত আশালঙ্কা এমনটাই মনে করা হচ্ছে।

বিশ্বকাপ জয়ের পর যেহেতু আজ প্রথমবার মাঠে নামছে লোহিত শর্মা সে কারণে তিনি আজ মাঠে নামার আগেই জানালেন সময় এসেছে তাদের মাঠে নামার নতুন অধ্যায় শুরু নতুন সূচনা নতুন ভাবে গৌতম গম্ভীরের সঙ্গে তাদের সূচনা হওয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন গৌতম গম্ভীর কেও । গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা যে পার্টনার শিপ এটাক ভারতীয় ক্রিকেটকে নতুন একটা জায়গায় পৌঁছে দেবে বলে শুরুতেই আশার কথা শোনালেন রোহিত।এদিকে দলের সঙ্গে ফিরলেন শ্রেয়শ আইয়ার প্রথম একাদশে জায়গা করে নিলেন তিনি । নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পেলেন শ্রেয়স।

 

Related Articles