‘ভারত গৌরব’ পেলেন সৌরভ , ফুটবল মঞ্চ আলো করলেন সৌরভ – শামি
Sourav got 'Bharat Gaurab', Sourav - Shami lit up the football stage

The Truth of Bengal : সব খেলার সেরা বাঙালির ফুটবল হলেও ইস্টবেঙ্গল দিবসে মঞ্চ আলো করে বসে থাকলেন ক্রিকেটের দুই উজ্জ্বল ব্যক্তিত্ব। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহম্মদ শামি। ফুটবল – ক্রিকেট যেন মিলে মিশে একাকার। প্রিন্স অব ক্যালকাটা এদিন ইস্ট বেঙ্গলে পেয়ে বিশেষ খুশি সমর্থকেরা। তাকে গোরবান্বিত করা হলো। তাকে দেওয়া হল ভারত গৌরব সম্মান। মহম্মদ শামিকে বাংলার গর্ব সম্মানে সম্মানিত করা হল।
সকাল থেকেই ক্লাব তাঁবুতে ছিল রঙের ছটা । কারণ এদিন টা ইস্টবেঙ্গলের জন্মদিন বলে কথা । হাজির হয়েছিলেন সদস্য ,সমর্থক থেকে প্রাক্তন বর্তমান খেলোয়াডরা। সাজানো হয়েছিল গোটা ক্লাব চত্বরকে। আর সন্ধ্যার দিকে ছিল জমজমাট অনুষ্ঠান । যে অনুষ্ঠানের গ্লামার কে বাড়াতে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলার গর্ব সম্মান পাওয়ার পর শামি ময়দানের ফুটবলকে একাসনে বসিয়ে বলেন , বাংলায় ক্রিকেট হোক কিংবা ফুটবল, ইস্টবেঙ্গল-মোহনবাগানের কথা সবার আগে আসে। বাংলার মাটিতে ফিরে আসার কথাও বলেছেন তিনি ।
বাংলার দাদা তথা প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়কে পেয়ে খুশি বাংলার আপামর জনসাধারণ। ময়দানে এখনো হয়তো লড়াই চলবে ঘটি না বাঙাল , ইলিশ না চিংড়ি , হকি না ক্রিকেট ! একেকজন হয়তো একেকটা বিষয়কে সামনে রাখবেন। তবে প্রিন্স অব ক্যালকাটার ফ্যান সকলেই । তার হাতে ভারতগৌরব ও রত্ন ওঠাতে এই প্রশ্নগুলো কোথাও যেন থেমে গেছে। বাঙালির সবথেকে বড় ম্যাচ কোনটা ফুটবল না ক্রিকেট তাও হয়তো মুহূর্তের জন্য স্তব্ধ হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে এই বিশেষ সম্মান পেয়ে বেশ খুশি ।