বৃষ্টির জলে জলমগ্ন বেসমেন্টে তিন পড়ুয়ার করুণ মৃত্যু
The tragic death of three students in the flooded basement

The Truth Of Bengal: গত কয়েক ঘণ্টা ধরে টানা বর্ষণের ফলে রাজস্থানের রাজধানী জয়পুর বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের সড়ক, বিমানবন্দর, রেলস্টেশন, থানা ও হাসপাতাল সহ প্রায় প্রতিটি ভবনই জলমগ্ন। বৃষ্টির কারণে দিল্লির মতো দুরবস্থা এখন জয়পুরেও। এখানে বিশ্বকর্মা এলাকায়, একটি বাড়ির বেসমেন্ট বৃষ্টির জলে ভরে গিয়ে, তিনজনের মৃত্যু হয়। খবর পেয়েই দ্রুত বেসমেন্ট থেকে জল সরাতে তৎপর হয় প্রশাসন।
মরশুমের প্রথম বৃষ্টিতে জয়পুরের সর্বত্র জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক যেমন দিল্লির ওল্ড রাজেন্দ্র নগর এলাকায় অবস্থিত একটি কোচিং সেন্টারের বেসমেন্টে জলাবদ্ধতার কারণে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। একইভাবে জয়পুরের বিশ্বকর্মা এলাকার একটি বেসমেন্ট বৃষ্টির জলে ভরে যায়। যার ফলে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এই দুর্ঘটনায় কে মারা গেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বেসমেন্ট থেকে জল সরানোর পরই মৃতদের শনাক্ত করা যাবে।
দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরে অবস্থিত আরএইউ’স আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে তৈরি লাইব্রেরিতে শিক্ষার্থীরা পড়াশোনা করছিলেন। এ সময় মুষলধারে বৃষ্টির কারণে কোচিং সেন্টারের বাইরের রাস্তায় তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। এরই মধ্যে আচমকা ২-৩ মিনিটের মধ্যে বেসমেন্টটি ১০-১২ ফুট পর্যন্ত জলে ভরে যায়।
যখন এই ঘটনা ঘটে তখন বেসমেন্টে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল প্রায় ৩৫ জন শিক্ষার্থী। এই তথ্যের পর দিল্লি ফায়ার সার্ভিস ও এনডিআরএফের দলকে ডাকা হয়। এরপরও তিন শিক্ষার্থীকে বাঁচানো যায়নি। এই ঘটনার পর দিল্লিতে সব বেসমেন্ট-কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এরপরই কোচিং সেন্টার নিয়ে নতুন আইন আনার ঘোষণা করেছে দিল্লি সরকার।