দেশ

উপত্যকায় রাজৌরিতে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনা

Indian army destroyed militant base in Rajouri valley

The Truth Of Bengal: জম্বু ও কাশ্মীরে রাজৌরি জেলার কালাকোট অঞ্চলে সন্ত্রাসবাদি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী ও জম্বু কাশ্মীর পুলিশ। বুধবার গভীর রাতে অভিযান চালায় ভারতীয় যৌথ বাহিনী। সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করায় অভিযানে নামে ভারতীয় বাহিনী।

এই অভিযানের ফলে একটি একে৪৭ রাইফেল ও বেশ কয়েক গ্রাউন্ড গোলাবারুদ ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। গুলাবগড়ে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এবং সিআরপিএফের সহযোগিতায় ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেল ইউনিট এই অভিযান পরিচালনা করছিল।

সূত্রের খবর, সপ্তাহের শুরুতে জঙ্গলের ভেতরে ৬০টিরও বেশি দল সন্ত্রাসী জম্বু অঞ্চল জুড়ে আশ্রয় নিয়েছিল। এই গ্রুপগুলি ইরিডিয়াম স্যাটেলাইট ফোন এবং থার্মাল ইমেজিং এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। একই সঙ্গে আমেরিকান এম ফোর কার্বন সহ আধুনিক অস্ত্র রয়েছে তাদের কাছে।