আবার সেই রাঙাপানি, এবার বেলাইন মালগাড়ি
Accident on the train again! Derailed goods train in Rangapani

The Truth Of Bengal: আবার ট্রেন দুর্ঘটনা। ফের সেই রাঙাপানি! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পড়ার দেড় মাসের মধ্যে লাইনচ্যুত হল মালগাড়ি। দেড় মাস আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল ফাঁসিদেওয়ার রাঙাপানিতে। সেই একই জায়গায় এবার লাইনচ্যুত হল মালগাড়ি। এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আপাতত ওই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে।
বুধবার সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ রাঙাপানি স্টেশনের কাছে লাইনচ্যুত হয় অয়েল ট্যাঙ্কারের দুটি বগি। তবে বড়সড় কোনও বিপর্যয় ঘটেনি। যখন ওই মালগাড়ি লাইনচ্যুত হয়, তখন পাশের লাইন দিয়ে কোনও ট্রেন আসছিল না। ফলে বড় বিপত্তি এড়ানো গিয়েছে।
এর আগে গত ১৭ জুন ফাঁসিদেওয়ার রাঙাপানির কাছে দুর্ঘটনার মুখে পড়েছিল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছিল মালগাড়িতে। দুর্ঘটনায় মালগাড়ির লোকো পাইলট-সহ ১০ জনের মৃত্যু হয়েছিল। প্রাথমিক ভাবে মালগাড়ির চালকের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু পরবর্তীতে সেই তত্ত্ব খারিজ করে দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। রিপোর্টে উঠে আসে রেলের একাধিক গাফিলতির কথা। এই দুর্ঘটনা আবার প্রমাণ করল রেলের গাফিলতি কোন পর্যায়ে আছে।