ভোররাতে ভয়াবহ ভূমিধ্বস কেরলে, মৃত এখনো পর্যন্ত ৯৮, আটক শতাধিক
In the early morning, the terrible landslide in Kerala, many dead, more than hundreds arrested

The Truth Of Bengal: মঙ্গলবার ভোররাতে কেরলের ওয়ানারে ব্যাপক ভাস নামে। এই ধসের তলায় আটকে আছেন কয়েকশো মানুষ। ইতিমধ্যে ৯৮ জনের লাশ উদ্ধার করা গেছে, যার মধ্যে এক শিশুও রয়েছে। আহত অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে প্রায় শতাধিক ব্যক্তিকে।
এই ধসের কারণে বেশ কয়েকটি এলাকার সঙ্গে বাকি অংশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রের খবর, ধসে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুদাক্কাই, চুরালমালা, আট্টমালার মতো এলাকায়। এই সমস্ত অংশের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আর তাই ক্ষয়ক্ষতির বিষয়টা এখনও পুরোটা স্পষ্ট নয় প্রশাসনের কাছে। এই ধসের পরিপ্রেক্ষিতে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচজনের মধ্যে চারজনের মৃতদেহ মেপ্পাদির সিএইচএসিতে নিয়ে যাওয়া হয়েছে৷ এছাড়া শতাধিক আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তিনি আরও জানান ‘‘আমরা এখনও অবধি পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷
এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে৷ উদ্ধার অভিযান চলছে। আমরা চেষ্টা করছি সকলকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার।’’ এই ধসের ফলে রাস্তা আটকে গেছে। যার ফলে উদ্ধারকর্মীদের উদ্ধার কাজে যেতে অসুবিধায় পড়তে হচ্ছে। প্রসঙ্গত, কেরলের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় এনডিআরএফের দল মোতায়েন করা রয়েছে। আরও একদল উদ্দেশ্যে রওনা দিয়েছেন।